প্রতিবেদন : ত্রিপুরার লাগাতার সন্ত্রাস চলছে। বিজেপি তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি সংসদদের উপরেও চালাচ্ছে হামলা। সব মিলিয়ে সেখানে গণতন্ত্র ভূ লুণ্ঠিত। তাই সাংবিধানিক প্রধান রাজ্যপালের সাক্ষাৎ চেয়েছিল তৃণমূল কংগ্রেস, অসুস্থতার কারণ দেখিয়ে রাজ্যপাল দেখা করেননি।
আরও পড়ুন : ত্রিপুরায় ধাক্কা, পরিবারের সদস্যদের তৃণমূলে যোগদান
যদিও তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ণ সময় না দেওয়ার পিছনে রাজনৈতিক কারণ দেখছেন। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ ত্রিপুরার রাজ্যপালকে তোপ দেগে বলেন, “রাজ্যপাল সময় দিচ্ছেন না। আগেও সময় দেননি। তিনি নিজেকে অসুস্থ বলছেন। হচ্ছে টা কী? এটা গণতন্ত্র? পুলিশ শুনছে না। প্রশাসন দলদাস। রাজ্যপাল বিজেপির এজেন্ট। তীব্র নিন্দা করছি। রাজ্যপালকে অনুরোধ করবো ত্রিপুরায় গণতন্ত্র ফেরাতে সংবিধান মানুন। এরপরই বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ বলেন, “বাংলার রাজ্যপাল কথায় কথায় টুইট করেন। বিজেপির দালালি করেন। ত্রিপুরাতেও বিরোধী দলকে রাজ্যপালকে সময় দিচ্ছেন না। তিনি সময় না দিলে বলতে বাধ্য হবো, এখানকার রাজ্যপালও বিজেপির দালাল। বিজেপির এজেন্ট। আশাকরি, তিনি সময় দেবেন। রাজ্যপালকে আরও সক্রিয় হতে হবে।”