প্রতিবেদন : বিরোধী দলনেতাকে হতাশ করে আর একবার রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। হাওড়ার ঘটনায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে বুঝিয়ে দিলেন পূর্ণ আস্থা বাংলার মুখ্যমন্ত্রীর উপর। পাল্টা অশান্তি তৈরির চেষ্টার পরিপ্রেক্ষিতে ভিডিওতে কড়া বার্তা দিলেন গন্ডগোলকারীদের। বললেন, কোনওরকম গুন্ডামি বরদাস্ত করা হবে না রাজ্যে। কড়া হাতে অশান্তি দমন করবে সরকার। আগুন নিয়ে খেলবেন না। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করে কড়া ব্যবস্থা নেবে সরকার। রবিবার রাজ্যপালের (Governor) ভিডিও বার্তায় শিবপুরের ঘটনার উল্লেখ না থাকলেও, এই ধরনের কোনও অশান্তি তিনি যে বরদাস্ত করছেন না, এবং সরাকারের পদক্ষেপে গভীর আস্থা, তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন।