ছত্তিশগড়ে উলঙ্গ হয়ে প্রতিবাদ সরকারি চাকরিপ্রার্থীদের

এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে অনশনে গিয়ে তারা প্রতিবাদ করেছেন বেশ কয়েকবার। তাদের দাবি কেউ গুরুত্ব দিয়ে সমাধান করতে এগিয়ে আসেননি।

Must read

মঙ্গলবার ১৮ জুলাই শুরু হয়েছে ছত্তিশগড়ে (Chhattisgarh) বিধানসভার (Bidhansabha) অধিবেশন। এদিন এমপি-মন্ত্রীরা বিধানসভায় যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে রাস্তায় দেখা যায় আন্দোলনরত একদল যুবক। তারা সবাই নগ্ন হয়ে আন্দোলনে নামেন। কিন্তু কেন? জানা গিয়েছে, জাল সার্টিফিকেট ব্যবহার করে যারা সরকারি চাকরি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার পোশাক ছেড়ে পুরো নগ্ন হয়ে পথে নেমেছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন-মীনা কুমারীর বায়োপিক শুরুর আগেই আইনি জটে জড়ালেন মণীশ মলহোত্রা

তফসিলি উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠির সদস্য সেজে ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে অনেকেই সরকারি চাকরি করছেন। এবার তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতেই পোশাক ছেড়ে আন্দোলন করার চিন্তা করেন তারা। এদিন দেখা গিয়েছে, প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় র‍্যালি বের করেনকরেছিলেন তারা। বিধানসভার অধিবেশনের দিন রাজনৈতিক নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভায় যাওয়ার রাস্তায় এই কাজ করেন তারা বলেই খবর। ছত্তিশগড়ে সরকারি চাকরি পেতে অনেকদিন ধরেই ভুয়ো রিজার্ভেশন সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন চাকরি থেকে। তবে এর আদতে কোন সুরাহা হচ্ছে না।

আরও পড়ুন-আগ্রায় মারধরের শিকার পর্যটক, যোগী রাজ্যে প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

২০২১ সালে, একটি পিডব্লিউডি নির্বাহী প্রকৌশলীকে তফসিলি উপজাতির ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে চাকরিতে ঢোকার জন্য বরখাস্ত করা হয়। ভুয়ো রিজার্ভেশন সার্টিফিকেট ব্যবহার করে সরকারি চাকরি পাওয়ার মতো অন্তত কমপক্ষে ২৬৭টি ঘটনা প্রকাশ্যে আসার পরেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন-দিনের কবিতা

এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে অনশনে গিয়ে তারা প্রতিবাদ করেছেন বেশ কয়েকবার। তাদের দাবি কেউ গুরুত্ব দিয়ে সমাধান করতে এগিয়ে আসেননি। তাই এবার নগ্ন হয়ে প্রতিবাদ শুরু করেছেন।

Latest article