Bhangar violence: ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূলের পরাজিত প্রার্থী, ভর্তি হাসপাতালে

তবু কোনমতেই শান্ত হচ্ছে না ভাঙড়।

Must read

শেষ হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat election)। ভোটের ফল প্রকাশের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। অন্যদিকে সামনেই ২১শে জুলাই। তবু কোনমতেই শান্ত হচ্ছে না ভাঙড়। বিভিন্নরকম অশান্তি লেগেই রয়েছে। ফের নতুন করে উত্তপ্ত হল ভাঙড়। চলল গুলি। এবার গুলিবিদ্ধ তৃণমূলের পরাজিত প্রার্থী হাতেম মোল্লা। ভাঙড়ের পানাপুকুর এলাকায় তার বাড়ি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-ছত্তিশগড়ে উলঙ্গ হয়ে প্রতিবাদ সরকারি চাকরিপ্রার্থীদের

প্রসঙ্গত, চালতাবেড়িয়ার কাছে হাতেম মোল্লাকে গুলি করা হয়। আইএসএফের দিকে অভিযোগের তির । শুধু তাই নয়, জানা যায় এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছে। আপাতত আহত তৃণমূল প্রার্থী জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, হাতেমের ডান কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন-মীনা কুমারীর বায়োপিক শুরুর আগেই আইনি জটে জড়ালেন মণীশ মলহোত্রা

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, আইএসএফের লোকজন রাতে বাড়ি ফেরার পথে রাস্তাতে তাঁর উপর হামলা চালায়। চালতাবেড়িয়া বেশ কিছু কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়।

Latest article