শুটিং ছেড়ে বন্যা বিধ্বস্ত হরিয়ানায় ত্রাণসামগ্রী বিতরণ রণদীপ হুডার

Must read

বন্যায় বিধ্বস্ত উত্তর ভারত-সহ একাধিক রাজ্য। এর মধ্যে রয়েছে পাঞ্জাবও (Punjab)। পাঞ্জাবের হরিয়ানাতেও (Haryana ) বৃষ্টির জেরে কোথাও বুক পর্যন্ত আবার কোথাও কোমর সমান জল। এর জেরে ঘরছাড়া বহু মানুষ। আবার অনেকেই বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। এর মাঝে বন্যা দুর্গতদের হাঁটু জলে নেমে নিজেই ত্রাণসামগ্রী বিতরণ করলে বলিউড অভিনেতা রণদীপ সিং হুডা (Randeep Hooda)।

বন্যা বিধ্বস্ত হরিয়ানায় মানুষের কাছে অত্যাবশকীয় জিনিস নিয়ে হাজির হলেন রণদীপ (Randeep Hooda)। বোট থেকে নেমে নিজের কাঁধেই ত্রাণসামগ্রী বয়ে নিয়ে গিয়ে দুর্গতদের হাতে তুলে দিচ্ছেন অভিনেতা। মানুষদের হাতে হাতে তুলে দিচ্ছেন খাবার, ওষুধ ও বিভিন্ন অত্যাবশকীয় জিনিস।

আরও পড়ুন: মীনা কুমারীর বায়োপিক শুরুর আগেই আইনি জটে জড়ালেন মণীশ মলহোত্রা

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন রণদীপ হুডা। তাতে দেখা যাচ্ছে, ঈশ্বরকে স্মরণ করে মাথায় কাপড় বেঁধে প্লাবিত এলাকার বাড়ি বাড়ি গিয়ে অত্যাবশকীয় সামগ্রী বিলি করলেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখা- “সেবা। আমার অনুরোধ, সকলে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।” ঠিক এইভাবেই কয়েক দিন আগে গ্যাভি চাহাল বন্যা বিপর্যস্ত পাঞ্জাবে ত্রাণসামগ্রী বিলি করেছিলেন।

উত্তরপ্রদেশ (Uttarpadesh), হরিয়ানা (Haryana) ও দিল্লির (Delhi) বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। এর মধ্যে ‘খালসা এইড ইন্ডিয়া’ নামক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে হরিয়ানার বন্যা বিপর্যস্ত এলাকার দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন রণদীপ হুডা। একটি ত্রাণ শিবিরে রান্নার ভোজ্য সামগ্রীও বিতরণ করছিলেন ‘বীর সাভারকর’ রণদীপ। তিনি কয়েকদিন আগেই ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির শুটিং শেষ করেছেন।

Latest article