কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে মহামিছিল

কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও একশো দিনের কাজের প্রাপ্য বকেয়া মেটানোর দাবিতে হাওড়ায় পথে নামলেন শ্রমিকরা।

Must read

সংবাদদাতা, হাওড়া : কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও একশো দিনের কাজের প্রাপ্য বকেয়া মেটানোর দাবিতে হাওড়ায় পথে নামলেন শ্রমিকরা। সোমবার আন্তর্জাতিক শ্রমিক দিবসে হাওড়া সদর আইএনটিটিইউসির উদ্যোগে মহামিছিল হল। মিছিল থেকে একশো দিনের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হলেন হাওড়া শহরের শ্রমিকরা। হাওড়া ময়দান থেকে শুরু হয়ে বিশাল ওই মিছিল হাওড়া ব্রিজের ওঠার মুখে এসে শেষ হয়। মহামিছিলে ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরি, আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, যুব তৃণমূলের হাওড়া সদরের সভাপতি কৈলাস মিশ্র-সহ আরও অনেকে। এ-ছাড়াও কয়েক হাজার শ্রমিক এদিনের মহামিছিলে পা মেলান।

আরও পড়ুন-প্রতিবাদী কুস্তিগিরদের পাশে এবার সিধুও

মিছিল থেকে অবিলম্বে ১০০ দিনের কাজের প্রাপ্য তাঁদের বকেয়া মিটিয়ে দেবার দাবি তোলেন শ্রমিকরা। আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার বলেন, ‘শ্রমিকদের একশো দিনের কাজের প্রাপ্য বকেয়া আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। এর প্রতিবাদে আমাদের লাগাতার আন্দোলন চলবে। যতদিন না কেন্দ্র শ্রমিকদের প্রাপ্য বকেয়া মেটাচ্ছে এবং শ্রমিক স্বার্থবিরোধী নীতি প্রত্যাহার করছে ততদিন আমাদের আন্দোলন চলবে।’

Latest article