রাজ্য শ্রমিকদের মজুরি বাড়াচ্ছে, কেন্দ্র বেচে দিচ্ছে লাভদায়ী সংস্থা

সোমবার, শ্রমিক দিবসের অনুষ্ঠানে তৃণমূল ভবনে পতাকা উত্তোলনের পর এই মন্তব্য করেন আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন।

Must read

প্রতিবেদন : ক্ষমতায় আসার পরেই বাংলার শ্রমিকদের ন্যূনতম মজুরি বহুগুণ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্রের মোদি সরকার উঠে পড়ে লেগেছে সরকারি বা সরকারের অধীন সংস্থাগুলির বেসরকারীকরণে। সোমবার, শ্রমিক দিবসের অনুষ্ঠানে তৃণমূল ভবনে পতাকা উত্তোলনের পর এই মন্তব্য করেন আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন। প্রথমে দলীয় পতাকা এবং তারপর আইএনটিটিইউসি-র পতাকা তোলা হয়। শহিদবেদিতে একে একে মাল্যদান করেন দোলা সেন, মণীশ গুপ্ত, শুভাশিস চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার প্রমুখ।

আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে মহামিছিল

আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে যথাযোগ্য মর্যাদায় পালিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের পক্ষ থেকে দিনটি পালনের পাশাপাশি মূল অনুষ্ঠানটি হয় কলকাতার তৃণমূল ভবনে। দোলা জানান, বাম আমলে শ্রমিকের ন্যূনতম মজুরি ছিল নামমাত্র। মজুরির গেজেট নোটিফিকেশন হয়নি। ২০১১-য় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই বিষয়ে গেজেট নোটিফিকেশন করেন। মজুরি ৩৪ গুণ বৃদ্ধি করেন, যা ইতিহাস। দেশের কোনও জায়গায় হয়নি। শুধু তাই নয়, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকবন্ধু প্রকল্পে শ্রমিকদের মজুরি, তাঁদের অন্যান্য সুযোগ-সুবিধা এবং ৬০ বছরের আগে মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রকল্প চালু করেন।

আরও পড়ুন-প্রতিবাদী কুস্তিগিরদের পাশে এবার সিধুও

পাশাপাশি চা-শ্রমিকদেরও ন্যূনতম মজুরি ৬৭ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিনশো টাকা করা হয়েছে। দোলার অভিযোগ, একদিকে রাজ্য শ্রমিকবন্ধুদের পাশে দাঁড়িয়ে তাঁদের আর্থিক পরিস্থিতি উন্নতির চেষ্টা চালাচ্ছেন, তখন কেন্দ্রের মোদি সরকার সেল, ভেল, রেল থেকে বিএসএনএল— সবকিছু বেচে দিচ্ছে। কেন্দ্রের বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে তৃণমূল লড়াই চালিয়ে যাবে বলে জানান দোলা।

Latest article