আজ জমজমাট বেঙ্গালুরু, কাল জোটের দ্বিতীয় বৈঠক, বৈঠকে এবার ২৪টি দল

২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে জোটের সলতে পাকানোর কাজটা অনেক আগেই শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : ২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে জোটের সলতে পাকানোর কাজটা অনেক আগেই শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত জুন মাসে পাটনায় জোটের প্রথম বৈঠকেই বিজেপি বিরোধিতায় একসঙ্গে চলার অঙ্গীকার করেন সকলে। সেই সূত্র ধরে এবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের আরও জমাটবদ্ধ ছবি সামনে আসতে চলেছে।

আরও পড়ুন-মাঝেরহাট মেট্রো স্টেশনে চলছে শেষ পর্যায়ের কাজ, পুজোর আগেই কি সফর?

আগামী ১৮ জুলাই মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। সেখানে যোগ দিতে আজ, সোমবার বিকেলে বেঙ্গালুরু পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবদিক থেকেই এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত বেঙ্গালুরুতে ২৪টি বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। পাটনায় ছিল ১৬টি দল। অর্থাৎ আরও বেশি করে বিজেপি-বিরোধী দলগুলি একমঞ্চে শামিল হচ্ছে। দ্বিতীয়ত, জাতীয় স্তরে প্রত্যেকটি ইস্যুতে কীভাবে সব বিরোধী দল এককাট্টা হয়ে একসুরে প্রতিবাদ করবে তার সবিস্তার আলোচনা হবে। তৃতীয়ত, লোকসভা নির্বাচনের আগে জোটের তরফে কমন মিনিমাম প্রোগ্রাম অর্থাৎ কী ধরনের যৌথ কর্মসূচি বা আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হবে। চতুর্থত, এই জোটে এখন এমন কিছু দল যোগ দিচ্ছে যারা এই সেদিনও এনডিএ-র শরিক ছিল। স্বাভাবিকভাবেই তাদের তরফে বাড়তি অক্সিজেন পাবে বিরোধী মঞ্চ।

আরও পড়ুন-বিরল অঙ্গ প্রতিস্থাপন নিয়ে টুইটবার্তায় এসএসকেএমের প্রশংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এসব দেখেশুনে বিজেপি এখন থরহরি কম্প। পরিস্থিতি বেগতিক বুঝে এখন নিজেরা বৈঠকে বসছে কীভাবে আগামী দিনে এই বিরোধী জোটের মোকাবিলা করা যাবে তার রাস্তা খুঁজতে। শুধু তাই নয়, এনডিএ-র পুরনো শরিক ও বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে কাছে টানার জন্য চিঠি পাঠানো শুরু করেছে বিজেপি। চলতি বছরেই পাঁচ রাজ্যে বিধানসভার নির্বাচন। এর মধ্যে থেকে ক’টি রাজ্যে বিজেপি জিততে পারবে তা নিয়ে বিজেপির অন্দরেই যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে, যা নিঃসন্দেহে বাড়তি চাপে রেখেছে বিজেপিকে।

আরও পড়ুন-Flood in North Bengal: উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের তরফে উচ্চ-স্তরের দুর্যোগ ব্যবস্থাপনা দল, টুইট মুখ্যমন্ত্রীর

এই বৈঠকে এবার যোগ দেবে ২৪টি বিরোধী দল। থাকবেন আপ শীর্ষ নেতৃত্বও। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকেই অভিমান ভুলে বেঙ্গালুরুতে থাকবে আপ। কেন্দ্রের বিশেষ অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের সঙ্গে আপের দূরত্ব তৈরি হয়েছিল। যে-কারণে পাটনা বৈঠকে কিছুটা সুর কাটে। সে-সময়ও তৃণমূল সুপ্রিমোর উদ্যোগেই তা মেটে। কিন্তু আপের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস অবস্থান স্পষ্ট না করলে আপ আর কোনও বৈঠকে যোগ দেবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবারও উদ্যোগ নিয়ে সমস্যা মিটিয়েছেন। যে-কারণে আপের তরফে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। আজ ১৭ জুলাই সন্ধ্যায় একটি নৈশভোজের আবহে সকল বিরোধী জোটের নেতৃত্ব, সব দল ঘরোয়াভাবে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করবেন। চিকিৎসকেরা অনুমতি দিলে নেত্রী ওই নৈশভোজে থাকবেন। এখনও পর্যন্ত ঠিক আছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন নৈশভোজে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন-সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস, শহর জুড়ে মেঘলা আকাশ

বেঙ্গালুরুতে যে বৈঠক হবে, তাতে এমডিএমকে, কেএমডিকে, আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, কেরল কংগ্রেস (জোসেফ), কেরল কংগ্রেস (মানি), ভিসিকে, আইইউএমএল অ-বিজেপি জোটে যোগ দেবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় এনডিএ জোটেই ছিল এমডিএমকে এবং কেএমডিকে। পরবর্তী সময়ে বিজেপির বিরুদ্ধে তিতিবিরক্ত হয়ে দুই দলই এনডিএ ছেড়ে বেরিয়ে যায়।

Latest article