পিছিয়ে মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশ, স্বল্পসঞ্চয়ে ভারতসেরা বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলার অর্থনৈতিক বুনিয়াদ কতটা সুদৃঢ় হয়েছে তা প্রতিফলিত হল স্বল্পসঞ্চয়ে অভূতপূর্ব সাফল্যে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলার অর্থনৈতিক বুনিয়াদ কতটা সুদৃঢ় হয়েছে তা প্রতিফলিত হল স্বল্পসঞ্চয়ে অভূতপূর্ব সাফল্যে। ডাকঘরে স্বল্পসঞ্চয়ে জমা-রাখা টাকার অঙ্কে দেশের মধ্যে প্রথম স্থান পেল বাংলা। বিজেপি-শাসিত দু’টি রাজ্যকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বাংলা। ২০২১-’২২ আর্থিক বছরে এ-রাজ্য থেকে জমা পড়েছে মোট ১ লক্ষ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা। কেন্দ্রের তথ্যই বলছে, এটা সর্বকালীন রেকর্ড।

আরও পড়ুন-মাঝেরহাট মেট্রো স্টেশনে চলছে শেষ পর্যায়ের কাজ, পুজোর আগেই কি সফর?

২০২২-’২৩ অর্থবর্ষে ইন্ডিয়া পোস্টের পেশ করা রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। তৃতীয় উত্তরপ্রদেশ। এর আগের অর্থবর্ষে বাংলার সঞ্চয়ের অঙ্ক ছিল প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। ২০২১-’২২-এ সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে টাইম ডিপোজিট বা মেয়াদি আমানতে। অঙ্কটা ৫৪ হাজার ৪০০ কোটিরও বেশি। করোনাকালের মতো অভূতপূর্ব প্রতিকূল পরিস্থিতিতেও বাংলার মানুষ যেভাবে স্বল্পসঞ্চয়ের পথে হেঁটেছে তা নিঃসন্দেহে দেশবাসীর কাছে একটা অনুকরণীয় দৃষ্টান্ত।

আরও পড়ুন-বিরল অঙ্গ প্রতিস্থাপন নিয়ে টুইটবার্তায় এসএসকেএমের প্রশংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

২০২১-’২২-এ স্বল্পসঞ্চয়ে বাংলার এই অভূতপূর্ব সাফল্য কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ সেই সময়ে গোটা দেশের সঙ্গে বাংলাতেও করোনার চোখরাঙানি অব্যাহত। তবুও মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগে অব্যাহত রাজ্যের আর্থিক প্রগতি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও। গোটা বিশ্বের পরিস্থিতি দেখে বাংলার মানুষ অনিশ্চয়তায় ভুগলেও তার একটা ইতিবাচক দিকও ছিল। দৈনন্দিন খরচে রাশ টেনে অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াইয়ের জন্য স্বল্পসঞ্চয়ে মন দিয়েছিলেন সাধারণ মানুষ। ডাকঘরে টাকা রাখতে শুরু করেন সাধ্যমতো। তারই ফসল ফলল এবারে। বাংলাকে এনে দিল বিশেষ সম্মান।

Latest article