বিরাট ব্যর্থতা চলছেই,শীর্ষে উঠল রাজস্থান

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। রাজস্থান রয়্যালস এদিন ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়।

Must read

পুণে, ২৬ এপ্রিল : ফের ব্যর্থ বিরাট কোহলি। মঙ্গলবার ওপেন করতে নেমেও বিরাটের নামের পাশে মাত্র ৯ রান। ব্যর্থ তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। রাজস্থান রয়্যালসের করা ১৪৪ রান তাড়া করতে নেমে আরসিবি-র ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১১৫ রানে। ২৯ রানে জিতে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল রাজস্থান।

আরও পড়ুন-চলচ্চিত্র উৎসবে জায়গা পেল জঙ্গলমহলের কলাকুশলীদের তৈরি মানভূমের লুপ্তপ্রায় নাচের ছবি

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। রাজস্থান রয়্যালস এদিন ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। এবারের আইপিএলে তিন-তিনটি সেঞ্চুরি করা জস বাটলার এদিন রান পাননি। রাজস্থানও শুরু থেকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। বাটলার (৮), দেবদূত পারিক্কল (৭), রবিচন্দ্রন অশ্বিনের (১৬) উইকেট হারিয়ে শুরুতেই ৩৩/৩ হয়ে যায় রাজস্থান। সেখান থেকে অধিনায়ক সঞ্জু স্যামসন (২৭) চেষ্টা করলেও দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। ৬৮-৪ থেকে রাজস্থানকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন তরুণ ব্যাটার রিয়ান পরাগ। ছ’নম্বরে ব্যাট করতে নেমে ৩১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন রিয়ান।

আরও পড়ুন-সানস্ট্রোক থেকে সাবধান

মারেন তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি। তাঁকে কিছুটা সাহায্য করেন কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেল (১৬)। ২০ ওভারে রাজস্থান ৮ উইকেটে ১৪৪ রান তুলতে সমর্থ হয়।
জবাবে জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আরসিবি-র ব্যাটাররা অস্বস্তিতে ছিলেন রাজস্থানের বোলিং আক্রমণের সামনে। বিরাটের আরও এক ব্যর্থতার দিনে ব্যাটিং বিপর্যয় আরসিবি-র। কিছুটা লড়াই করেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি (২৩), শাহবাজ আহমেদ (১৭) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৮)। কিন্তু তা দলকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না। হাফসেঞ্চুরি করে ম্যাচের সেরা রিয়ান।

Latest article