চলচ্চিত্র উৎসবে জায়গা পেল জঙ্গলমহলের কলাকুশলীদের তৈরি মানভূমের লুপ্তপ্রায় নাচের ছবি

পুরুলিয়ার তরুণ চিত্রনির্মাতা আমজাদ কাজির পরিচালনায় তৈরি হয়েছে এই তথ্যচিত্রটি। পরিচালক নিজেই জানালেন, এই তথ্যচিত্রটি আসলে ঐতিহ্য ধরে রাখার একটা প্রয়াস।

Must read

সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: আগামিকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার নন্দন প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে মানভূমের লুপ্তপ্রায় বারোটি নৃত্যশৈলীর উপর নির্মিত একটি তথ্যচিত্র ‘ড্যান্স অফ দ্য ফরেস্টস’। পুরুলিয়ার তরুণ চিত্রনির্মাতা আমজাদ কাজির পরিচালনায় তৈরি হয়েছে এই তথ্যচিত্রটি। পরিচালক নিজেই জানালেন, এই তথ্যচিত্রটি আসলে ঐতিহ্য ধরে রাখার একটা প্রয়াস।

আরও পড়ুন-পশুপাখিদের জন্য খাবার ও জল নিয়ে চলছে ‘বাপের হোটেল’, বিবাহবার্ষিকীতে স্ত্রীকে অভিনব উপহার শিক্ষকের

তথ্যচিত্রটিতে রয়েছে ছৌ, নাচনি, নাটুয়া প্রভৃতি বিখ্যাত নাচের পাশাপাশি জঙ্গলমহলের হারিয়ে যাওয়া মাছানি, সারহুল, ডেহেং, শিকার, ঘেরা প্রভৃতি নাচগুলি। আদিবাসীদের এই নাচগুলিকে ঘিরেই বানানো হয়েছে ‘ড্যান্স অফ দ্য ফরেস্টস’ বা জঙ্গলের নৃত্য। তাঁর এই সিনেমাটি নিয়ে আমজাদ আরও জানান, ‘‘পাড়া থানার পাঠকডি গ্রামের মহামাঈ দলের ডেহেং নাচ ছিল এক সময় বিখ্যাত। এই দলের অশীতিপর বৃদ্ধ বুড়া কালিন্দী বহু কষ্টে তালিম দিয়ে এখনকার কয়েকজনকে এই নাচ শেখান। তারপর শ্যুটিং হয়। একই অবস্থা ছিল শিকার নৃত্যের ক্ষেত্রেও।

আরও পড়ুন-৭ জেলায় তাপমাত্রা বেড়ে হতে পারে ৪৫ ডিগ্রি, অগ্নিবাণে জ্বলছে পশ্চিমাঞ্চল

ঝাড়খণ্ডের গঙ্গানারায়ণ শিকার নৃত্যের দল কবেই ভেঙে গিয়েছে। সেই দলের কয়েকজনকে জড়ো করতেই হিমশিম খেতে হয়েছে।’’ তিনি বলেন, ‘‘এই লুপ্তপ্রায় নাচগুলির বিষয় শুনে প্রযোজনার দায়িত্ব নিতে এগিয়ে আসেন মহারাষ্ট্র প্রবাসী পুরুলিয়ার মেয়ে শর্মিলা মজুমদার। আর যাঁদের সহযোগিতায় এই তথ্যচিত্রটি নির্মাণ হয়েছে সেই সব কুশীলব থেকে ক্যামেরাম্যান, টেকনিক্যাল স্টাফ সকলেই জঙ্গলমহলেরই বিভিন্ন এলাকার বাসিন্দা।’’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই তথ্যচিত্রটি দেখানোর খবরে রীতিমতো খুশি সকলে।

Latest article