কাইলের উপর ক্ষুব্ধ গুয়ার্দিওলা

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচে আরবি লিপজিগের কাছে হেরেও শীর্ষে থেকে নকআউট রাউন্ডে পৌঁছেছে ম্যাঞ্চেস্টার সিটি।

Must read

লিপজিগ, ৮ ডিসেম্বর : মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচে আরবি লিপজিগের কাছে হেরেও শীর্ষে থেকে নকআউট রাউন্ডে পৌঁছেছে ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু কোচ পেপ গুয়ার্দিওলা ম্যাচের ফলে হতাশ না হলেও ক্ষুব্ধ তাঁর দলের ডিফেন্ডার কাইল ওয়াকারের উপর। কারণ, বিপক্ষের গোলদাতা আন্দ্রে সিলভাকে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেছেন সিটি ডিফেন্ডার।

আরও পড়ুন-অস্ট্রেলীয় ওপেনে জকো, নেই সেরেনা

ম্যাচের পর সিটির তারকা স্প্যানিশ কোচ সাফ জানিয়ে দিয়েছেন, অযথা লাল কার্ড দেখে দলকে সমস্যায় ফেললেন ইংলিশ ডিফেন্ডার। গুয়ার্দিওলা বিরক্তি, ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘‘কাইল ওয়াকার আমাদের খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। এই ভাবে লাল কার্ড দেখাটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল। আমি আশা করি, ও এই ভুল থেকে শিক্ষা নেবে। লাল কার্ড আমাদের ক্ষতি করল। বিশেষ করে শেষ ষোলোর লড়াইয়ের জন্য।’’

আরও পড়ুন-প্রস্তুতির লক্ষ্যে এবার আমেরিকায় নীরজ

সাংবাদিক সম্মেলনে এসে পেপ আরও বলেন, ‘‘অবশ্যই লাল কার্ড যোগ্য অপরাধ করেছে কাইল। কিন্তু সংবাদমাধ্যমের সামনে আমি জানাতে চাই না, এই ঘটনার পর আমাদের ড্রেসিংরুমে কী হয়েছে। আমি এখানে সেটা জানাতে আসিনি।’’

তবে গুরু পেপ খুশি তাঁর দলের পারফরম্যান্সে। লিপজিগ ম্যাচ হাতে রেখেই গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় ফুটবলারদের কৃতিত্ব দিয়েছেন সিটি কোচ। বলেছেন, ‘‘আমরা গ্রুপ পর্বে খুব ভাল খেলেছি। কঠিন গ্রুপেও এক ম্যাচ বাকি থাকতে আমরা নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছি। প্রতি ম্যাচেই দলের খেলায় আমি সন্তুষ্ট। তবে এদিন দ্বিতীয়ার্ধে খুব ভাল খেলেও কিছু ভুলের জন্য ম্যাচটা জিততে পারলাম না।’’

Latest article