প্রতিবেদন : শিশুদের টিকাকরণ কর্মসূচিতে গতি আনতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। এই কর্মসূচিতে যাতে কোনও গাফিলতি না করা হয় সে ব্যাপারে রাজ্যের স্বাস্থ্য দফতর কড়া নির্দেশিকা জারি করেছে। বিগত কয়েক মাস ধরে নিয়মিত টিকাকরণ কর্মসূচি লক্ষ্যমাত্রার থেকে পিছিয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন-রাজ্যে স্থায়ী কোভিড ওয়ার্ড
এই বিষয় নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জেলাগুলিকে সতর্ক করে দিয়েছেন। হেপাটাইটিস বি, মিজলস-রুবেলা ১, মিজলস-রুবেলা ২, টিটেনাস ডিপথেরিয়া, পেন্টা ওয়ান কভারেজ সহ সার্বিক টিকাকরণের ঘাটতি মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাসে রুটিন ইমিউনাইজেশন প্রোগ্রামে খামতি দেখা গিয়েছে। সেই কারণে একগুচ্ছ নির্দেশিকার কথা বলা হয়েছে জেলাগুলিকে।
আরও পড়ুন-মেদিনীপুরে সমবায় ভোট আবার রাম-বাম আঁতাঁত
হেপাটাইটিস বি-এর বার্থ ডোজ দেওয়ার ক্ষেত্রে খামতি পূরণ করতে হবে। মিজলস-রুবেলা ১ থেকে মিজলস-রুবেলা ২-এর টিকাকরণের যে ফাঁক তৈরি হচ্ছে, তা পূরণ করতে হবে। টিটেনাস ডিপথেরিয়ার ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় আরও জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফুল ইমিউনাইজেশন কভারেজ যাতে ১০০ শতাংশ হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু জেলায় বিগত কয়েক মাসে জেলা টাস্ক ফোর্সের পর্যালোচনা বৈঠকের ক্ষেত্রেও কিছু খামতি নজরে এসেছে স্বাস্থ্য দফতরের।