মোদির রাজ্যের ‘আমিষ’ কীর্তি, কে কী খাবে আপনারা ঠিক করার কে? কোর্ট

Must read

আমেদাবাদ : প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যের কীর্তি। আমিষ খাবার বিক্রি করছে বলে তুলে দেওয়া হল একের পর এক দোকান। ঘটনা আদালত পর্যন্ত গড়ালে ক্ষুব্ধ কোর্ট স্পষ্ট ভাষায় বিজেপি প্রশাসনকে বলেছে, খাওয়া নিয়ে রাজনীতি করবেন না। মানুষ বাড়ির বাইরে কী খাবে তা ঠিক করার আপনারা কে? আজ রাতে কেউ দুঃস্বপ্ন দেখল আর সকালে তার জন্য সব কিছু বিক্রি বন্ধ করে দেবেন তা লোকে মানবে কেন?

কী হয়েছিল?

আমেদাবাদে রাস্তার ফুটপাতে জনা ২৫ খাবার বিক্রি করতেন। কোনও কারণ না দেখিয়ে আমেদাবাদের স্থানীয় প্রশাসন তাঁদের তুলে দেয়। প্রায় ২৫ জন ঠেলাগাড়ি ব্যবসায়ী আদালতের শরণাপন্ন হয়। তাদের অভিযোগ, তাঁরা ডিম-ভাত অর্থাৎ আমিষ খাবার বিক্রি করেন বলে প্রশাসন এই পদক্ষেপ করেছে। বিচারপতি বীরেন বৈষ্ণবের ডিভিশন বেঞ্চ ছিল। মামলা শুনেই আমেদাবাদ পুরনিগমকর্তাকে তাঁর ধমক, কাদের সন্তুষ্ট করতে এমন কাজ করছেন? যে দল এ-রাজ্যে ক্ষমতায় আছে তারা যেহেতু চায় না যে মানুষ ডিম খাক, তাই আপনারা দোকানগুলো সরিয়ে দিলেন? এসব কী হচ্ছে? আপনাদের সমস্যাটা কোথায়? মানুষ যা খেতে চায় তা থেকে বিরত করার আপনারা কে? যদিও রাস্তা দখল করে বসার কারণে দোকানদারদের আবেদন খারিজ হয়ে যায়। দোকানদারদের দাবি, স্থানীয় বিজেপি নেতার নির্দেশে এই কাজ হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইড প্রশিক্ষণ

Latest article