বাউন্সি পিচের মহড়া শুরু করে দিলেন হিটম্যান

Must read

মুম্বই, ১০ ডিসেম্বর : জোরকদমে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি শুরু করেছেন রোহিত শর্মা। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা স্পোর্টস কমপ্লেক্সে গত তিনদিন ধরে দুই সতীর্থ কেএল রাহুল এবং ঋষভ পন্থের সঙ্গে ট্রেনিং করছিলেন রোহিত। শুক্রবার নেটে দীর্ঘক্ষণ ব্যাট করলেন তিনি।

আরও পড়ুন : চক্রান্ত করেই আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন হিটম্যান। সেখানে দেখা যাচ্ছে, টানা থ্রো ডাউন করে চলেছেন দু’জন থ্রো ডাউন বিশেষজ্ঞ। আর শরীরের দিকে ধেয়ে আসা শর্টপিচ ডেলিভারি সামলাচ্ছেন রোহিত। দক্ষিণ আফ্রিকা সফরে বাউন্সি উইকেটে খেলতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। প্রতিপক্ষ শিবিরে রয়েছেন কাগিসো রাবাডা, আনরিখ নর্তজে, লুনগি এনগিডির মতো ফাস্ট বোলাররা। তাই এখন থেকেই প্রোটিয়া পেসারদের কীভাবে সামলাবেন, তার মহড়া শুরু করে দিলেন হিটম্যান। রোহিত যখন মুম্বইয়ে প্র্যাকটিস করছেন, তখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি চালাচ্ছেন মহম্মদ শামি।

আগামী বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে মু্ম্বইয়ে চার দিনের নিভৃতাবাসে থাকতে হবে বিরাট কোহলিদের। যা শুরু হচ্ছে রবিবার থেকে। এদিকে, ওমিক্রন আতঙ্কের আবহে শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। তাই সফর চলাকালীন বিরাট কোহলিদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
সেঞ্চুরিয়নে (প্রথম টেস্টের ভেনু) ভারতীয় দলের জন্য একটা পুরো হোটেলই বুক করা হয়েছে। আইরিন কাউন্টি লজ নামের ওই হোটেল ইতিমধ্যেই জৈব সুরক্ষা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। হোটেলকর্মীরা এখন থেকই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন। কাউকে বাইরে যাওয়ার বা বাইরে থেকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। বিরাটরা যে ক’টা দিন ওখানে থাকবেন, ততদিন তাঁরা হোটেলের বাইরে বেরোতে পারবেন না। কোনও অতিথিকেও হোটেলে ঢোকাতে পারবেন না। পাশাপাশি সবার নিয়মিত ভাবে কোভিড পরীক্ষা করা হবে।

Latest article