তেওয়াটিয়ার জোড়া ছক্কায় জয় গুজরাটের

শেষ দুই বলে দুই ছক্কা। শারজায় জাভেদ মিয়াদাদের স্মৃতি ফিরিয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল গুজরাট টাইটান্স।

Must read

মুম্বই, ৮ এপ্রিল : শেষ দুই বলে দুই ছক্কা। শারজায় জাভেদ মিয়াদাদের স্মৃতি ফিরিয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল গুজরাট টাইটান্স। শেষ দুই বলে দুই ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে গুজরাটের জয়ের নায়ক রাহুল তেওয়াটিয়া (৩ বলে অপরাজিত ১৩)। ২০ ওভারে পাঞ্জাবের করা ১৮৯ রান তাড়া করতে নেমে শুভমান গিলের অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচ নিয়ন্ত্রণেই রেখেছিল গুজরাট। কিন্তু শুভমান (৯৬) আউট হওয়ার পর লড়াই কঠিন হয়ে যায় তাদের। ১৯তম ওভারের শেষ বলে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার (২৭) রান আউট আরও সমস্যায় ফেলে দেয় গুজরাটকে। জয়ের জন্য ৫ বলে ১৮ রান দরকার, এই অবস্থায় ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে গুজরাটকে জিতিয়ে দেন তেওয়াটিয়া। তবে অনবদ্য ইনিংসে ম্যাচের সেরা শুভমান। গুজরাটের জয়ের হ্যাটট্রিক।

আরও পড়ুন-যোগীরাজ্যে প্রকাশ্যে ধর্ষণের হুমকি

পাঞ্জাব ইনিংসের শুরুটা অবশ্য ভাল হয়নি। অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল এবং এদিনই প্রথম খেলতে নামা জনি বেয়ারস্টোর উইকেট দ্রুত হারায় তারা। সেখান থেকে ব্রিটিশ পাওয়ার হিটার লিয়াম লিভিংস্টোনের ব্যাটে পাল্টা প্রত্যাঘাত করে পাঞ্জাব। প্রথমে শিখর ধাওয়ান (৩৫) এবং পরে জিতেশ শর্মাকে (২৩) সঙ্গে নিয়ে ঝোড়ো ইনিংস খেলেন লিয়াম। শেষ ম্যাচেও ৩২ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। এদিনও ১৪তম ওভারে লিভিংস্টোন যখন আউট হলেন তখন পাঞ্জাবের স্কোর দেড়শো পার করেছে। ধুন্ধুমার ব্যাটিংয়ে লিভিংস্টোনের নামের পাশে ২৭ বলে ৬৪ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব।

Latest article