ইস্তফা দেব না, হুমকি ইমরানের

দেশের মানুষ জানেন, আমার সরকার দেশের উন্নয়নের জন্য কী কাজ করেছে। আমি কখনও কোনও চাপের কাছে মাথা নোয়াইনি। ভবিষ্যতেও নোয়াব না।

Must read

প্রতিবেদন : কথায় বলে ভাঙবে তবু মচকাবে না। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থাটা তেমনই। ২৪ ঘণ্টা আগে অনাস্থা প্রস্তাব নিয়ে দেশের সুপ্রিম কোর্টের কাছে প্রবল ধাক্কা খেয়েছেন। অঙ্কের হিসাবে শনিবার জাতীয় সংসদের নিম্নকক্ষে কোনওভাবেই আস্থা ভোটে জিততে পারবেন না তিনি তার পরেও শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করব। ইস্তফা দেওয়া মানে বিদেশি শক্তির ষড়যন্ত্র সফল হতে সাহায্য করা। আমি সেটা কখনওই হতে দেব না। পাকিস্তানের মানুষের উন্নতির জন্যই আমি রাজনীতিতে এসেছি। দেশের মানুষ জানেন, আমার সরকার দেশের উন্নয়নের জন্য কী কাজ করেছে। আমি কখনও কোনও চাপের কাছে মাথা নোয়াইনি। ভবিষ্যতেও নোয়াব না।

আরও পড়ুন-তেওয়াটিয়ার জোড়া ছক্কায় জয় গুজরাটের

বৃহস্পতিবার রাতে পাক সুপ্রিম কোর্ট সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করার সিন্ধান্তকে অসাংবিধানিক বলে জানায়। একই সঙ্গে ৯ এপ্রিল শনিবার নতুন করে আস্থা ভোট নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে শনিবার পাক সংসদে বিশেষ অধিবেশন বসতে চলেছে। সাংসদ সংখ্যার বিচারে ইমরান সরকার যে গরিষ্ঠতা হারিয়েছে সেটা স্পষ্ট। তাঁর নিজের দলেরই বেশ কয়েকজন সাংসদ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের সাংসদ সংখ্যা ১৫৫। পাক সংসদের নিম্নকক্ষের সদস্য সংখ্যা ৩৪২। সরকার গড়ার জাদু সংখ্যা ১৭২। এতদিন ইমরান দুই শরিক দলকে পাশে নিয়ে সরকার চালিয়েছেন।

আরও পড়ুন-যোগীরাজ্যে প্রকাশ্যে ধর্ষণের হুমকি

কিন্তু শরিকরা আগেই সরে গিয়েছে। কাজেই সংখ্যার বিচারে ইমরান সরকারের পতন অবশ্যম্ভাবী। ইমরান যতই দেশের উন্নয়নের কথা বলুন না কেন, বাস্তবে সে দেশের আর্থিক পরিস্থিতি খুবই বেহাল। স্বাভাবিক ভাবেই ইমরান সরকারের উপর মানুষ ক্ষুব্ধ। সাম্প্রতিক কিছু কাজে ইমরান চটিয়েছেন দেশের সেনাবাহিনীকেও। তাই সরকার ধরে রাখা ইমরানের পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় ইমরান ঘনিষ্ঠ কয়েকজন নেতা তাঁকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন বলে সূত্রের খবর। কিন্তু ইমরান সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। পাল্টা হুমকি দিয়ে বলেছেন, তিনি অনাস্থা মোকাবিলা করবেন। শুক্রবার তিনি জাতীর উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু রাত সাড়ে আটটা পর্যন্ত ইমরান কোনও ভাষণ দেননি। রাজনৈতিক মহল মনে করছে, জাতীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ই ইমরান পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।

Latest article