দুর্ঘটনায় মৃত ভারতীয় ছাত্রীকে নিয়ে ‘হাসাহাসি’ মার্কিন পুলিশের!

বর্ণবিদ্বেষ? ঘটনার তদন্ত চাইল ক্ষুব্ধ ভারত

Must read

প্রতিবেদন : চরম নিন্দনীয় ও বর্ণবিদ্বেষী আচরণ মার্কিন পুলিশের। আমেরিকায় পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মেধাবী ভারতীয় ছাত্রীর (Indian Student’s Death)। এই মর্মান্তিক ঘটনার পর এতটুকু সমবেদনা না দেখিয়ে উল্টে তরুণীর মৃত্যু নিয়ে রীতিমতো ঠাট্টা-মশকরা করতে দেখা যায় একাংশের মার্কিন পুলিশকে। এই চরম অসংবেদনশীল আচরণে প্রবল ক্ষুব্ধ ভারত। এই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, বিষয়টি অত্যন্ত যন্ত্রণাদায়ক। ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনা নিয়ে অবিলম্বে তদন্তের দাবিও করা হয়েছে।
ইতিমধ্যেই পুলিশের নির্লজ্জ আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উঠেছে নিন্দার ঝড়। মর্মান্তিক এমন ঘটনা নিয়ে পুলিশকর্মীর ‘মজা’ করার মতো আচরণকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে সানফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট।
২০২১ সালে আমেরিকায় পড়াশুনা করতে যান বছর ২৩-এর ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্দুলা (Jahnavi Kandula)। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। চলতি বছরের ডিসেম্বর মাসেই সিয়াটেলের উত্তর-পূর্ব বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশুনো শেষ হওয়ার কথা ছিল। তার আগেই এ-বছরের ২৩ জানুয়ারি পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় জাহ্নবীর। ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন কেভিন নামের এক পুলিশ কর্মী। কেভিনের গাড়িতে ধাক্কা লেগে ছাত্রীর মৃত্যু হলেও বিতর্কের কেন্দ্রে আরেক পুলিশ কর্মী ড্যনিয়েল। ছাত্রীর মৃত্যু নিয়ে মজা করা সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মার্কিন পুলিশ কর্মীর এহেন আচরণ ফাঁস হতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া নেট নাগরিকদের। পোস্টটি ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়।

আরও পড়ুন- ফুটবলে বিপ্লব, বাংলায় এবার তৈরি হবে বিশ্বমানের অ্যাকাডেমি

ছাত্রীর মৃত্যু (Indian Student’s Death) নিয়ে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছিল সিয়াটেল পুলিশ। অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অডেরারকে খতিয়ে দেখতে বলা হয়েছিল যে দুর্ঘটনার সময় গাড়ি চালক কেভিন নেশাগ্রস্ত ছিলেন কিনা। পরে এই বিষয়ে ড্যানিয়েল পুলিশ গিল্ডের সভাপতির সঙ্গে ফোনে কথা বলেন। যা তাঁর বডি ক্যামেরায় রেকর্ড হয়। সেই ভিডিওই ভাইরাল হয়েছে। ভিডিওতে জাহ্নবীর (Jahnavi Kandula) মৃত্যু নিয়ে ড্যানিয়েলকে ঠাট্টা করতে শোনা গিয়েছে। গিল্ড সভাপতি মাইক সোলানকে ড্যানিয়েল ঠাট্টার সুরে বলেন, ২৬ বছর বয়স (বয়সও ভুল বলেন ড্যানিয়েল), খুব গুরুত্বপূর্ণ নয়। আমজনতার মধ্যেই পড়ে। শুধু একটা চেক লিখে দিলেই হবে। ১১ হাজার ডলারই যথেষ্ট।
বিতর্কের ঝড়ের মধ্যে বুধবার এই বিষয়ে মুখ খোলে সানফ্রান্সিকোর ভারতীয় কনস্যুলেট। এক্স হ্যান্ডেলে দূতাবাস লেখে, আমরা এই মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিয়াটেল এবং ওয়াশিংটন প্রদেশের কর্তৃপক্ষের পাশাপাশি ওয়াশিংটন ডিসি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের কাছে বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেছি। আরও বলা হয়, কনস্যুলেট এবং দূতাবাস তদন্তের অগ্রগতির বিষয়ে কড়া নজর রাখবে।

Latest article