মেখলিগঞ্জ : হলদিবাড়ি পুরসভার বিজেপি প্রার্থী উমা সাহা প্রার্থী পদ প্রত্যাহার করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তিনি হলদিবাড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী ছিলেন। শনিবার মেখলিগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা স্কুল ও শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর হাত থেকে এদিন তাঁরা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা জয়ের উল্লাসে মেতে ওঠেন। প্রসঙ্গত, এর আগে বিরোধী রাজনৈতিক দলের তরফে কোনও মনোনয়ন জমা না পড়ায় ২ নম্বর ওয়ার্ডটি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) জয়ী হয়। যুব তৃণমূল কংগ্রেসের শহর ব্লক কমিটির সভাপতি প্রদীপ সিনহা জানান, হলদিবাড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী গোলাপি খাতুন ও বিজেপির প্রার্থী উমা সাহা শুধুমাত্র মনোনয়ন জমা দিয়ে ছিলেন। শনিবার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজ্য জুড়ে উন্নয়নে সরিক হতে বিজেপির প্রার্থী উমা সাহা তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাপি খাতুন।