শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় হামুন, ৩ জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, জারি হল লাল সতর্কতা

কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে।

Must read

আরও শক্তিশালী হয়ে গেল ঘূর্ণিঝড় ‘হামুন’ (Hamun)। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ‘হামুন’-এর প্রভাবে দশমী এবং একাদশীতে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে।

আরও পড়ুন-৪ যাত্রীকে গুলি করে হত্যা করা প্রাক্তন আরপিএফ কনস্টেবল চেতন সিং ‘মানসিকভাবে স্থিতিশীল’

মঙ্গলবার সকালে ভারতীয় মৌসম ভবনের তরফে একটি বুলেটিনে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণিঝড় ছিল, তা শেষ ছয় ঘণ্টায় (রাত ২ টো ৩০ মিনিট পর্যন্ত ) ১৮ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে এগিয়ে গিয়েছে। তারপরেই পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। রাত ২ টো ৩০ মিনিট পর্যন্ত হামুন ওড়িশার পারাদ্বীপের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২১০ কিলোমিটার দূরে ছিল। পশ্চিমবঙ্গের দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২৭০ কিমি ও বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৩৫০ কিমি থেকে দূরে অবস্থিত ছিল হামুন।

আরও পড়ুন-গুজরাটের পালানপুরে কংক্রিটের স্ল্যাবের নিচে পিষ্ট মানুষ

সূত্রের খবর, এবার বাংলাদেশের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড় হামুন। আরও উত্তর ও উত্তর-পূর্বদিকে ঘূর্ণিঝড় এগিয়ে যাবে। বুধবার দুপুর খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূল পার করবে। সেই সময় কিছুটা হলেও দুর্বল হবে হামুন। উপকূল পার করার সময় অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘হামুন’-র প্রভাবে পশ্চিমবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা প্রবল।

Latest article