বিহারের গোপালগঞ্জে দুর্গাপুজো প্যান্ডেলে পদদলিত হয়ে ৫ বছরের শিশু সহ মৃত ৩

পুলিশ জানিয়েছে, ভিড় সামলানোর জন্য প্যান্ডেলে কোনও নিরাপত্তা মোতায়েন ছিল না, যার ফলে পদদলিত হওয়ার ঘটনা হয়।

Must read

বিহারের (Bihar) গোপালগঞ্জ (Gopalgunj) জেলায় দুর্গাপুজো প্যান্ডেলে পদদলিত (Stampede) হয়ে পাঁচ বছর বয়সী এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এসপি স্বর্ণ প্রভাত জানিয়েছেন সোমবার শহরের রাজাদল এলাকার জনাকীর্ণ প্যান্ডেলে এই ঘটনা ঘটে। । তিনি বলেন, ভক্তরা ‘প্রসাদ’ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময় হঠাৎ করে শিশুটি পড়ে গিয়েছিল এবং দুই বৃদ্ধ মহিলা তাকে পিষ্ট হওয়া থেকে রক্ষা করতে নিচু হয়। তার ফলে তারাও আহত হয়। খুব দ্রুত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন-শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় হামুন, ৩ জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, জারি হল লাল সতর্কতা

পুলিশ জানিয়েছে, ভিড় সামলানোর জন্য প্যান্ডেলে কোনও নিরাপত্তা মোতায়েন ছিল না, যার ফলে পদদলিত হওয়ার ঘটনা হয়। গোপালগঞ্জের এসপি এই মর্মে বলেছেন, “রাত সাড়ে ৮ টার দিকে রাজাদল প্যান্ডেলের গেটের কাছে একটি পদদলিত হওয়ার ঘটনা হয়। একটি শিশু মাটিতে পড়ে যায় এবং তাকে পদদলিত করা হয় কারণ ভক্তরা ঠাকুর দেখতে ছুটছে তখন। দুই মহিলা শিশুটির কাছে ছুটে আসেন। উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জনতার দ্বারা পদদলিত হয়। মহিলাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান। স্থানীয় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আরও পড়ুন-৪ যাত্রীকে গুলি করে হত্যা করা প্রাক্তন আরপিএফ কনস্টেবল চেতন সিং ‘মানসিকভাবে স্থিতিশীল’

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্যান্ডেলের গেটে অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এসপি স্বর্ণ প্রভাত বলেন, “এর পরে ১৩ জন নারী ও শিশু আহত হয়। তাদের দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবমিলিয়ে একটি ছেলে এবং দুই বৃদ্ধ মহিলা মারা যান। বাকিরা আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে,”। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনার আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Latest article