দশমীতে শুভ বিজয়ার শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, দশমী হলেও প্রতিমা নিরঞ্জন আজ হচ্ছে না। ২৭শে অক্টোবর থাকছে রেড রোডে কার্নিভাল। তার পরেই হবে এই বছরের প্রতিমা নিরঞ্জন।

Must read

বিজয়া দশমী (Dashami) মানেই দেবী দুর্গার বিদায়ের পালা। সকলের চোখে-মুখে একপ্রকার বিষাদের ছাপ। আনন্দময় সময় কাটিয়ে কৈলাসে ফিরবেন মা দুর্গা। তার আগে কন্যাসম দুর্গাকে বরণ করে, মিষ্টি মুখ করিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাংলার মানুষ। অপেক্ষা থাকে আগামী বছরের।

আরও পড়ুন-বিহারের গোপালগঞ্জে দুর্গাপুজো প্যান্ডেলে পদদলিত হয়ে ৫ বছরের শিশু সহ মৃত ৩

আজ, ২৪শে অক্টোবর ২০২৩ নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও একবার বাংলায় সুষ্ঠ ও নির্বিঘ্নে দুর্গাপুজো পালিত হওয়ায় “গর্বিত” মুখ্যমন্ত্রী। তিনি লেখেন ‘সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”

এই উপলক্ষে সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুন-শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় হামুন, ৩ জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, জারি হল লাল সতর্কতা

প্রসঙ্গত, দশমী হলেও প্রতিমা নিরঞ্জন আজ হচ্ছে না। ২৭শে অক্টোবর থাকছে রেড রোডে কার্নিভাল। তার পরেই হবে এই বছরের প্রতিমা নিরঞ্জন। সেখানে অংশগ্রহণ করবে বেশ কিছু বড় পুজো।

Latest article