ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তা লঙ্ঘন, মিথ্যা আইডি ব্যবহার করে ১১ জনের বিরুদ্ধে এফআইআর

মেরিন ড্রাইভ পুলিশ এগারো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যারা অন্য কারও আইডি কার্ড ব্যবহার করে স্টেডিয়ামে প্রবেশ করেছিল।

Must read

সাম্প্রতিক ম্যাচ চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) নিরাপত্তার ত্রুটি প্রকাশ্যে এসেছে। মেরিন ড্রাইভ পুলিশ এগারো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যারা অন্য কারও আইডি কার্ড ব্যবহার করে স্টেডিয়ামে প্রবেশ করেছিল। ২১শে অক্টোবর ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন-দশমীতে শুভ বিজয়ার শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

অনিয়ম আবিষ্কৃত হয় যখন পিএসআই মেঘশ্যাম গাঁওকার, একজন ৫৪ বছর বয়সী পুলিশ, একজন খাদ্য বিক্রেতাকে সন্দেহ করেন এবং বিক্রেতার আইডি কার্ডটি পরীক্ষা করেন। তখনই দেখা যায় সেই কার্ড অন্য কারো নামে ইস্যু করা হয়েছে। পুলিশ পরে জিজ্ঞাসাবাদ করে এবং অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে। এই বিক্রেতারা তাদের আইডি কার্ড পাওয়ার আগে পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে যায় এবং পুলিশ জড়িত ব্যক্তিদের ৪১এ এর CrPC আইনের অধীনে নোটিশ জারি করেছে।

Latest article