বিসর্জনের ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা, জোরদার চলছে নজরদারি

বাড়ির পুজো, আবাসনের পুজো, বারোয়ারী পুজোগুলিতে ঠাকুর ভাসান আজ হবে।

Must read

দেবীকে বরণ করার পালা প্রায় শেষ। শহর থেকে গ্রামে এরপর দেবী দুর্গাকে (Durga puja 2023) নিয়ে শুরু হবে বিসর্জনের (immersion) শোভাযাত্রা। যদিও কলকাতার বিগ বাজেটের পুজোগুলিতে আজ বিসর্জন হবে না। সামনেই আছে কার্নিভাল। রেড রোডে ২৭ তারিখ অনুষ্ঠিত হবে কার্নিভাল। বাড়ির পুজো, আবাসনের পুজো, বারোয়ারী পুজোগুলিতে ঠাকুর ভাসান আজ হবে।

আরও পড়ুন-ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তা লঙ্ঘন, মিথ্যা আইডি ব্যবহার করে ১১ জনের বিরুদ্ধে এফআইআর

বিসর্জনের ক্ষেত্রে এবার জারি হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। বিসর্জনের শোভাযাত্রায় কোনরকম ডিজে বাজানো যাবে না। পুলিশ আধিকারিকরা কলকাতার ২৩৮টি পয়েন্টে কড়া নজর রাখবেন। এসি পদমর্যাদার আধিকারিকরা রাস্তায় নজরদারিতে থাকবেন। পুলিশের নির্দেশ অমান্য করে ডিজে বাজানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুজো কমিটির তরফে এমন কোন ঘটনার নজির পাওয়া গেলে তখনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুজোর কর্তারা গ্রেফতার হতে পারেন।

আরও পড়ুন-বিহারের গোপালগঞ্জে দুর্গাপুজো প্যান্ডেলে পদদলিত হয়ে ৫ বছরের শিশু সহ মৃত ৩

বিবেকানন্দ রোড, রবীন্দ্র সরণী, নিমতলা ঘাট স্ট্রিট, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়, রাসবিহারী অ্যাভিনিউ সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নজরদারির ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়,কলকাতার ঘাটগুলিতে বিসর্জন উপলক্ষে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা আরো কঠোর করা হচ্ছে । ৩৮টি ঘাটে বিসর্জন হয়। লেক ও অন্যান্য জলাশয় মিলিয়ে ৪০টি জায়গায় প্রতিমা বিসর্জন হয়। কলকাতার জলপুলিশকে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। হাওড়ার দিকের ঘাটগুলিতেও নজর রাখা হবে। ১৮টি লাইফ সেভিং বোট থাকছে। এছাড়া বিপর্যয় মোকাবিলার বিশেষ টিম থাকছে ঘাটে।

Latest article