ক্লাবেই সংরক্ষিত হবে বাংলাদেশের জল ও মাটি, ৩৮শে নাকতলা উদয়ন সংঘের থিম ‘হৃদয়পুর’

৩৮ বছরে পা রাখল নাকতলা উদয়ন সংঘ (Naktala Udayan Sangha)। এবারের থিম ছিল বাংলাদেশ (Bangladesh) থেকে আসা উদ্বাস্তুদের জীবনকাহিনী

Must read

৩৮ বছরে পা রাখল নাকতলা উদয়ন সংঘ (Naktala Udayan Sangha)। এবারের থিম ছিল বাংলাদেশ (Bangladesh) থেকে আসা উদ্বাস্তুদের জীবনকাহিনী। চলতি বছরে এই পুজোর ভার গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারে তাদের থিম হল ‘হৃদয়পুর’। দেশভাগের পর বঙ্গের বিভিন্নপ্রান্তে তৈরী হয় কলোনি এবং সেই সব এলাকার মানুষদের দুর্দশার কথা তুলে ধরা শুধু নয় সেখানে রয়েছে তাদের ব্যবহার করা নানা রকম জিনিস।

আরও পড়ুন-বিসর্জনের ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা, জোরদার চলছে নজরদারি

শুধু কি তাই? ৩ বার বাংলাদেশ গিয়ে সেখান থেকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের মাটি ও বিভিন্ন নদীর জল। বাংলাদেশ থেকে আসা বয়স্ক মানুষদের থেকে সংগ্রহ করা হয়েছে দুষ্প্রাপ্য সামগ্রী। সব মিলিয়ে কোথায় যেন বাংলাদেশ আর নাকতলার একটা সুদৃঢ় মেলবন্ধন তৈরী হয়েছে। কিন্তু মায়ের নিরঞ্জনের পর কি হবে এই দুর্মূল্য সামগ্রী? নাকতলা উদয়ন সংঘের এক কর্তৃপক্ষ এই মর্মে জানান, ‘আপাতত ক্লাবেই সংরক্ষণ করা হবে বাংলাদেশের এই মাটি ও জল। তবে অরূপ বিশ্বাস মহাশয় যদি এই বিষয়ে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তবে ক্লাব প্রস্তুত। তাছাড়া যাদের ছবি আঁকা হয়েছে সেগুলি তাদের দেওয়া হবে কারণ তারা সেগুলো নিজেদের বাড়িতে রাখতে চেয়েছেন।’

Latest article