কাশফুলের কাঠিতে মাদুর স্বনির্ভর গোষ্ঠীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার মহিলারা এভাবেই এগিয়ে যাচ্ছেন। নারীরা পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে সংসারের ভার বহন করছেন।

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বনির্ভর হয়েছেন বাংলার মহিলারা। কর্ম সৃষ্টি করে মহিলাদের স্বনির্ভর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের তৈরি নানান জিনিস ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে বিদেশেও। নতুন ভাবে ভাবতে শিখেছেন প্রত্যন্ত এলাকার মহিলারাও। এবার তাঁরা ভেবেছেন এক অভিনব ভাবনা। শরতের কাশফুলকে কাজে লাগিয়েছেন অন্যভাবে। কাশফুলের কাঠি দিয়ে তাঁরা তৈরি করছেন মাদুর। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।

আরও পড়ুন-ক্লাবেই সংরক্ষিত হবে বাংলাদেশের জল ও মাটি, ৩৮শে নাকতলা উদয়ন সংঘের থিম ‘হৃদয়পুর’

মুখ্যমন্ত্রীর ভাবনাকে সম্মান জানিয়েই এবারে কাশ ফুল দিয়ে হস্তশিল্প সামগ্রী প্রস্তুত করছেন মহিলারা। বছরের এই সময়তেই কাশ ফুল পাওয়া যায়। কিন্তু তাতে কী! সারা বছরের জন্যই বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে কাশ ফুল দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বানাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। গত বছর এই কাশফুল নিয়েই কর্মসংস্থানের দিশা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। স্বনির্ভর দলের মহিলারা জানান, পুজোর মরশুমে মাঠে-ঘাটে নদীর ধারে কাশফুলে ভরে যায়। সেই ফুল সংগ্রহ করে শক্ত কাঠিগুলো আলাদা করে রাখা হয়। সেই কাশফুলের কাঠি দিয়ে মাদুর তৈরি করা হয়। তারপর সেই মাদুরের সঙ্গে কার্ডবোর্ড যোগ করে সেটা দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল তৈরি হচ্ছে।

আরও পড়ুন-বিসর্জনের ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা, জোরদার চলছে নজরদারি

সারা দিনে এই মহিলারা ৫ থেকে ৬টা কভার ফাইল তৈরি করতে পারেন। এই কভার ফাইলগুলোর দাম ৩৫০ টাকা করে। এই কভার ফাইলগুলো সরকারি বিভিন্ন মেলাতে বিক্রি করেন। কলকাতা থেকে কাশফুল দিয়ে কভার ফাইল তৈরির পুরো প্রশিক্ষণ নিয়ে এসে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। উল্লেখ্য, রাজ্যের প্রত্যেকটি জেলাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য সরকারি তরফে নানান কর্মশালার আয়োজন করা হয়। স্কুলের পোশাকও তৈরি করছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার মহিলারা এভাবেই এগিয়ে যাচ্ছেন। নারীরা পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে সংসারের ভার বহন করছেন।

Latest article