আগুনে সর্বস্বান্ত গ্রামবাসীর পাশে জঙ্গিপুরের সাংসদ

উৎসবের আনন্দের দিনেও দুর্বিপাক লেগেই আছে।

Must read

সংবাদদাতা, সাগরদিঘি :‌ উৎসবের আনন্দের দিনেও দুর্বিপাক লেগেই আছে। সোমবারই মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের অন্তর্গত বোখরা ২ নং অঞ্চলের ব্রাহ্মণী গ্রামের মিঠু শেখের বাড়িতে ভয়াবহ আগুন লেগে গিয়েছিল। সেই আগুনে পুড়ে গিয়েছিল মিঠুর বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই। সব হারিয়ে চোখে অন্ধকার দেখছিলেন তিনি। পরিবার নিয়ে কোথায় থাকবেন, কী খাবেন ইত্যাদি ভাবনায় যখন ঘোর দুশ্চিন্তায়, সেই সময় পরিত্রাতা হয়ে হাজির হলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান।

আরও পড়ুন-কাশফুলের কাঠিতে মাদুর স্বনির্ভর গোষ্ঠীর

খবর পেয়েই তিনি দলীয় কর্মীদের নিয়ে পরদিন, মঙ্গলবারই মিঠুর বাড়িতে হাজির হন। সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কিছু খাদ্যসামগ্রী, সেগুলো পরিবারের হাতে তুলে দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকার চেকও দেন। শুধু এটাই নয়, জানিয়ে দেন তাঁর দুর্দিনে তৃণমূল দল পাশে আছে। খলিলুরের সঙ্গে ছিলেন সাগরদিঘি ব্লক তৃণমূল সভাপতি নুর–‌এ মেহবুব আলম, বোখরা ২ পঞ্চায়েত প্রধান এবং ব্লক ও অঞ্চল নেতৃত্ব। সাংসদ বাড়িতে আসায় এবং সাহায্য করায় আপ্লুত মিঠু শেখ ও তাঁর পরিবার। খলিলুর রহমান জানালেন, উৎসবের সময় সবাই আনন্দ করছে। এমন সময় মিঠু শেখের বাড়িতে আগুন লেগে সব পুড়ে গিয়েছে, শুনেই ঠিক করি ওর পাশে এসে দাঁড়াব। আমাদের নেত্রী বিপদে–আপদে মানুষের পাশে থাকার শিক্ষাই দেন।

Latest article