মুম্বই : অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds) এমন একজন মানুষ ছিলেন, যাঁকে রাত আড়াইটে-তেও ফোন করে বলা যেত হাই মেট, কি করছো? চলো আড্ডা মারি। আর তিনি ঠিক চলে আসতেন। বললেন তাঁর একসময়ের প্রবল প্রতিপক্ষ হরভজন সিং (Andrew Symonds- Harbhajan)।
অনেকের মতো তিনিও অস্ট্রেলীয় অলরাউন্ডারের আকস্মিক প্রয়াণে শোকাহত।
“সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে খবরটা পাই। আমি বিশ্বাস করতে পারছিলাম না। অ্যান্ড্রু এত শক্তিশালী মানুষ। খুবই দুঃখজনক ঘটনা। ওর পরিবার, বন্ধুদের সমবেদনা জানাই। এটা আমাদের সবার জন্য বড় ক্ষতি”। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন প্রাক্তন অফস্পিনার।
আরও পড়ুন: সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছি, দলবদল প্রসঙ্গে এমবাপে
২০০৮-এ সিডনি টেস্টে দু’জনে মাংকিগেট বিতর্কে জড়িয়েছেন। জল গড়ায় বহুদূর। হরভজনকে প্রথমে তিন ম্যাচ সাসপেন্ড হতে হয়েছিল। পরে সেটা পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি-র ফাইনে দাড়ায়। সাইমন্ডস হারান অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কন্ট্রাক্ট। এই ঘটনার পর তাঁর ক্রিকেট জীবন ভয়ানক ক্ষতিগ্রস্থ হয়েছিল বলে পরে জানিয়েছিলেন সাইমন্ডস। তবে ২০১১-তে এই দু’জন একসঙ্গে মুম্বইয়ের হয়ে আইপিএল খেলার সুবাদে বন্ধু হয়ে যান।
হরভজন বলেছেন, “পরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক ড্রেসিংরুম শেয়ার করার সুবাদে বুঝেছিলাম, দারুন মানুষ ছিল অ্যান্ড্রু (Andrew Symonds- Harbhajan)। আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম”।
হরভজন (Harbhajan Singh) আরও বলেছেন,”আমরা অনেক গল্প করতাম। অনেক কথা হত। মজা হত। যেখানেই থাক বন্ধু শান্তিতে থেকো”।