অ্যাটলেটিকোকে বিদায় জানিয়ে দিলেন সুয়ারেজ

Must read

মাদ্রিদ : রবিবার রাতে সেভিয়ার বিরুদ্ধে ম্যাচটাই যে ক্লাবের জার্সিতে লুইস সুয়ারেজের (Luis Suarez) শেষ ম্যাচ, সেটা আগেই জানিয়ে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)। তবে বিদায়বেলায় দলকে জয় উপহার দিতে ব্যর্থ উরুগুয়ান তারকা স্ট্রাইকার। ম্যাচটা ১-১ ড্র হয়েছে। যদিও ঘরের মাঠে সুয়ারেজকে বিদায়ী সম্মান জানাতে ভোলেননি অ্যাটলেটিকো সমর্থকরা। স্টেডয়ামজুড়ে বিশাল ব্যানারে লেখা ছিল—‘আমাদের লা লিগা চ্যাম্পিয়ন করার জন্য লুইস (Luis Suarez) তোমাকে ধন্যবাদ।’’

আরও পড়ুন: সাইমন্ডস ছিল দারুন মানুষ : হরভজন, রাত আড়াইটেতেও আড্ডায় ডাকা যেত

৩৫ বছর বয়সী সুয়ারেজও আবেগে ভেসে গিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি প্রত্যেকটি অ্যাটলেটিকো সমর্থককে ধন্যবাদ জানাতে চাই। ওঁদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, তা চিরদিন মনে রাখবো। ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে যখনই মাঠে নেমেছি, নিজের দুশো শতাংশ দিয়েছি।’’ প্রসঙ্গত, দু’মরশুম আগে বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকোয় যোগ দিয়েই দলকে লা লিগা চ্যাম্পিয়ন করেছিলেন সুয়ারেজ। সেবার মোট ২১টি গোল করেছিলেন তিনি। তবে সুয়ারেজের এবছরটা বেশিরভাগই কেটেছে রিজার্ভ বেঞ্চে বসে। তাঁর পা থেকে এসেছে মাত্র ১১টি গোল। তাই অভিজ্ঞ তারকাকে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাব।

Latest article