বিশ্বকাপে ডেপুটির দৌড়ে হার্দিক

Must read

নয়াদিল্লি, ৪ অগাস্ট : সবকিছু ঠিক থাকলে টি-২০ বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক হতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)! বোর্ড সূত্রের খবর তেমনই। এর আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে কে এল রাহুল চোট পাওয়ায় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পন্থ। আর তাঁর ডেপুটির ভূমিকায় ছিলেন হার্দিক (Hardik Pandya)। এরপর আয়ারল্যান্ড সফরে দু’টি টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজেও তিনি সহ-অধিনায়ক। এবার সাদা বলের ফরম্যাটে হার্দিককে পাকাপাকিভাবে রোহিতের ডেপুটি করার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন জাতীয় নির্বাচকরা।

আরও পড়ুন: সবিতাদের সামনে আজ অস্ট্রেলিয়া, মহিলা হকি সেমিফাইনাল

তবে পুরোটাই নির্ভর করছে রাহুলের ফিটনেসের উপরে। বিশ্বকাপের দলে থাকলে সম্ভবত তিনিই সহ-অধিনায়ক থাকবেন। তবে বারবার চোট পাওয়া রাহুলের বিপক্ষে যাচ্ছে। গত মরশুমে রাহুল ফিটনেস সমস্যায় একাধিক সিরিজ খেলতে পারেননি। একই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজেও তিনি নেই। অন্তত দু’জন জাতীয় নির্বাচক এই কারণেই সাদা বলের ক্রিকেটে হার্দিককে পাকাপাকিভাবে সহ-অধিনায়কের দায়িত্ব দিতে চাইছেন।

Latest article