সবিতাদের সামনে আজ অস্ট্রেলিয়া, মহিলা হকি সেমিফাইনাল

Must read

বার্মিংহাম, ৪ অগাস্ট : শুক্রবার মেয়েদের হকির সেমিফাইনালে (Commonwealth Games Women’s Hockey Semifinal) নামছে ভারত (India vs Australia)। সবিতা পুনিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা ধারে এবং ভারে অনেকটাই এগিয়ে। ফলে ভারতের মেয়েদের সামনে কঠিন চ্যালেঞ্জ।

কমনওয়েলথ গেমসের ইতিহাসে এখনও পর্যন্ত দু’টি পদক জিতেছে ভারতীয় (India vs Australia) মহিলা হকি দল। ২০০২ ম্যাঞ্চেস্টারে সোনা জিতেছিল ভারত। চার বছর পর মেলবোর্নে রুপো পেয়েছিলেন ভারতীয় মেয়েরা। কিন্তু তারপর থেকেই মেয়েদের হকিতে কমনওয়েলথ পদক অধরা ভারতের। ২০১৮ সালে ব্রোঞ্জ পদক জয়ের খুব কাছে পৌঁছেও চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। সবিতারা বার্মিংহামে পা রেখেছেন ১৬ বছরের পদক-খরা কাটানোর লক্ষ্য নিয়ে। সেই স্বপ্নপূরণে বড় বাঁধা হতে পারে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: জুডোয় রুপো তুলিকার, হাইজাম্পে শঙ্করের ব্রোঞ্জ

শেষ চারে উঠলেও, ভারতীয় শিবিরকে অস্বস্তিতে রাখছে পেনাল্টি কর্নার থেকে গোল করার ব্যর্থতা। পরিসংখ্যান বলছে, চলতি টুর্নামেন্টে ভারতের মেয়েরা যতগুলো পেনাল্টি কর্নার পেয়েছেন, তার মাত্র কুড়ি শতাংশ গোলে পরিবর্তন করতে পেরেছেন।

Latest article