জুডোয় রুপো তুলিকার, হাইজাম্পে শঙ্করের ব্রোঞ্জ

Must read

বার্মিংহাম, ৪ অগাস্ট : তুলিকা সিং মানের (Tulika Singh Mann) হাত ধরে চলতি কমনওয়েলথ গেমসে আরও একটি পদক জিতল ভারত। মেয়েদের জুডোর ৭৮ কেজি বিভাগে রুপো জিতলেন দিল্লির ২৩ বছরের তরুণী। সোনার পদকে লড়াইয়ে তুলিকা লড়াই করেও হার মানেন স্কল্যান্ডের সারা অ্যাডলিংটনের কাছে। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পর্যন্ত পয়েন্টের বিচারে এগিয়ে ছিলেন তুলিকা। কিন্তু শেষ মুহূর্তে স্কটিশ প্রতিদ্বন্দ্বীর মোক্ষম প্যাঁচে হার মানতে বাধ্য হন। তুলিকার বয়স যখন মাত্র ১৪, তখন ব্যবসায়িক শত্রুতার জেরে খুন হয়েছিলেন তুলিকার বাবা সতবীর সিং মান। ওই পরিস্থিতিতে মেয়েকে আগলে রেখে বড় করেছেন মা অমৃতা। তাই রুপোর পদক মাকেই উৎসর্গ করছেন তুলিকা (Tulika Singh Mann)।

এদিকে, জাতীয় রেকর্ড গড়েও কমনওয়েলথ গেমসের ছাড়পত্র পাননি। তারজন্য আইনি লড়াই লড়তে হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে বার্মিংহামের টিকিট পেয়েছিলেন। সেই উপেক্ষার যোগ্য জবাব দিলেন তেজস্বীন শঙ্কর। পুরুষদের হাইজাম্পে ব্রোঞ্জ পেয়ে ইতিহাস গড়লেন ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট। ২.২২ মিটার লাফিয়ে তৃতীয় স্থানে শেষ করেন তেজস্বীন। নিজের সেরা পারফরম্যান্স ২.২৯ মিটার ছুঁতে পারলে সোনা নিশ্চিত ছিল তাঁর। উল্লেখ্য, এই প্রথমবার কমনওয়েলথ গেমসে হাইজাম্পে পদক পেলেন কোনও ভারতীয় অ্যাথলিট।

আরও পড়ুন: মার্কিন সেনেটের সায়

এর আগে ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার যোগ্যতামান পেরোনো সত্ত্বেও তেজস্বীনকে কমনওয়েলথ গেমসের দলে রাখা হয়নি। যুক্তি ছিল, তিনি আমেরিকার বিশ্ববিদ্যালয় স্তরে এই যোগ্যতামান পার করেছিলেন। ভারতের আন্তঃরাজ্য ট্রায়ালে নয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তেজস্বীন। সেই আইনি লড়াইয়ে জিতেই বার্মিংহামের ছাড়পত্র পান।

Latest article