নয়াদিল্লি : আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য মেয়েদের ক্রিকেট দল ঘোষণা করে দিল বিসিসিআই। ১৫ সদস্যের দলে সুযোগ না পেলেও, স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন বাংলার রিচা ঘোষ। প্রত্যাশা মতোই কমনওয়েলথে (Commonwealth Games) নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। তাঁর ডেপুটি স্মৃতি মান্ধানা। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টি-২০ এবং একদিনের দুটি সিরিজই জিতেছিলেন হরমনপ্রীতরা (Commonwealth Games- Harmanpreet Kaur)। কমনওয়েলথ গেমসের প্রস্তুতি হিসেবেই ধরা হয়েছিল ওই সিরিজকে। ঘোষিত দল : হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, এস মেঘনা, তানিয়া ভাটিয়া, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়, পূজা বস্ত্রকর, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, জেমাইমা রদ্রিগেজ, রাধা যাদব, হারলিন দেওল ও স্নেহ রানা। স্ট্যান্ডবাই: রিচা ঘোষ, পুনম যাদব, সিমরন গিল।
আরও পড়ুন: শর্তে মানলে লিগে মোহনবাগান