মাউন্ট মাউনগানুই, ১৫ মার্চ : আগের ম্যাচের ছন্দ ইংল্যান্ডের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হরমনপ্রীত কউররা। নিউজিল্যান্ডের কাছে হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৫ রানের বড় জয় আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে ভারতীয় শিবিরে। মঙ্গলবার ভার্চুয়াল মিডিয়ার মুখোমুখি হয়ে হরমনপ্রীত বললেন, ‘‘আগের ম্যাচের ছন্দ ধরে রাখাই এখন গুরুত্বপূর্ণ। নেতিবাচক না ভেবে এবার আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।’’ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত। দু’জনে মিলে যোগ করেছিলেন ১৮৪ রান। যা ভারতের জয়ের পথ মসৃণ করে দিয়েছিল।
আরও পড়ুন-ডেনমার্ক দলে ফিরলেন এরিকসেন, মৃত্যুমুখ থেকে জাতীয় দলে
হরমনপ্রীতের বক্তব্য, ‘‘স্মৃতি ও আমার পার্টনারশিপটা দারুণ ছিল। তবে শুধু ব্যাটে নয়, বল হাতেও আমাদের বোলাররা পার্টনারশিপ গড়েছিল। দু’প্রান্ত থেকেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের চাপে রেখেছিল। কালকের ম্যাচেও এটা বজায় রাখতে হবে।’’ ব্যাট হাতে ফর্মে রয়েছেন হরমনপ্রীত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭১ রানের পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৭ বলে ১০৯ রান। তাঁর বক্তব্য, ‘‘আমি প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কখনও কখনও পরিস্থিতি আপনার অনুকূলে থাকে না। তবে বিশ্বকাপের মতো মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সময় বাড়তি উদ্দীপ্ত হই।’’