ব্রিসবেন, ১২ ডিসেম্বর : পেশির চোটে অ্যাডিলেডের দিন-রাতের টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলীয় পেসার জস হ্যাজলউড। তাঁর পরিবর্ত হিসেবে তড়িঘড়ি ঝেই রিচার্ডসনের নাম ঘোষণা করা হয়েছে। পাঁজরের চোটে কাবু ডেভিড ওয়ার্নার শেষ পর্যন্ত অ্যাডিলেডে খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে হ্যাজলউডের ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।
আরও পড়ুন-পেনাল্টি-বিতর্কে বিদ্ধ ইপিএল
গাব্বায় দুর্দান্ত জয়ের সুবাদে চলতি অ্যাসেজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। জানা গিয়েছে রবিবার বিকেলেই ব্রিসবেন থেকে বিমানে সিডনি উড়ে গিয়েছেন অস্ট্রেলীয় জোরে বোলার। আপাতত সেখানেই তিনি পেশির চোটের চিকিৎসা করাবেন।
আরও পড়ুন-হাবাসের চোখ বেঙ্গালুরু ম্যাচে
এদিকে, অ্যাসেজের প্রথম টেস্ট বড় ব্যবধানে হেরে রীতিমতো চাপে ইংল্যান্ড। তারই মধ্যে আবার বোমা ফাটিয়েছেন স্টুয়ার্ট ব্রড। গাব্বায় দুই অভিজ্ঞ পেসার ব্রড ও জেমস অ্যান্ডারসনকে প্রথম দলের বাইরে রেখে মাঠে নেমেছিলেন জো রুটরা। যা নিয়ে ক্রিকেট মহলের তীব্র ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে ব্রড বলেছেন, ‘‘গত ১২ মাস ধরে আমি এবং জিমি বারবার নিশ্চিত করেছি যে, অ্যাসেজের পাঁচটি টেস্টই খেলার জন্য আমরা ফিট। কিন্তু দুর্ভাগ্য, দল নির্বাচন খেলোয়াড়দের হাতে নেই। গাব্বায় খেলতে না পেরে আমি সত্যিই খুব হতাশ।’’