আদিগঙ্গার দু’পাশে জবর.দখল নিয়ে ক্ষোভ প্রকাশ, সংস্কারের কাজ খতিয়ে দেখলেন মেয়র

নৌকায় চেপে আদিগঙ্গার সংস্কারের কাজ খতিয়ে দেখলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।

Must read

প্রতিবেদন: নৌকায় চেপে আদিগঙ্গার সংস্কারের কাজ খতিয়ে দেখলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার উদ্যোগে চলছে আদিগঙ্গা সংস্কারের কাজ। সোমবার সেই কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন নৌকায় চেপে খিদিরপুরের দইঘাট থেকে সোনারপুর পর্যন্ত সংস্কারের কাজ পরিদর্শন করেন মেয়র। সঙ্গে ছিলেন দক্ষিণ কলকাতার ৩ কাউন্সিলর অসীম বসু, দেবলীনা বিশ্বাস ও রত্না শূর।

আরও পড়ুন-শতায়ু বৃদ্ধের বুকে বসল পেসমেকার

জলপথে কাজ পরিদর্শনের পর মেয়র জানালেন, রাজ্য সরকারের টাকায় সোনারপুর থেকে দইঘাট পর্যন্ত টালিনালায় ড্রেজিং করা হচ্ছে। নালার দু’পার ঘেরা হবে। কিন্তু দুর্ভাগ্য, নতুন করে আবার জবরদখল হচ্ছে আদিগঙ্গার দু’পারে। অথচ আমরা সবাই হাঁ করে বসে আছি। তবে একটা জায়গায় প্রশাসনকে কঠোর হতেই হবে। মেয়রের মন্তব্য, পরিচ্ছন্ন টালিনালা পেতে হলে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। অনেকে ভাবেন এটা নোংরা ফেলার জায়গা। তা কেন হবে? সুন্দর শহরে থাকতে হলে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। পাশাপাশি, টালিনালার দু’পাশে আরও সবুজায়নের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন মেয়র।

Latest article