বঞ্চ.নার প্রতি.বাদে পথে তৃণমূল

এর প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস৷

Must read

সংবাদদাতা, কোচবিহার : ১০০ দিনের বঞ্চনা। সেদিকে হুঁশ নেই কেন্দ্রের অথচ বিজেপির বিকশিত ভারতের রথযাত্রা হচ্ছে। এর প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস৷ নিউ কোচবিহার স্টেশনে বিজেপির রথের গাড়িতে লাগানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টারে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই রথযাত্রাকে শবযাত্রা বলে কটাক্ষ করে কোচবিহারে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-আদিগঙ্গার দু’পাশে জবর.দখল নিয়ে ক্ষোভ প্রকাশ, সংস্কারের কাজ খতিয়ে দেখলেন মেয়র

এরপরে বিজেপি পার্টি অফিসের কাছে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও তৃণমূল কংগ্রেস কর্মীরা৷ জেলা সভাপতি বলেন, বিজেপি গভীর রাতে কালো প্লাস্টিক ঢেকে কিছু বাস নিয়ে এসেছে৷ বিজেপি বলছে রথযাত্রা হবে৷ অথচ ২১ লক্ষ বাংলার মানুষ কাজ করে টাকা পায়নি। বিজেপির এটা রথযাত্রা না শবযাত্রা। সেই শবযাত্রা বন্ধ করতে বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

Latest article