প্রতিবেদন : দক্ষিণ ভারতে জাঁকিয়ে বসছে করোনার (Covid) নয়া ভ্যারিয়েন্ট। কলকাতাকেও কি ছুঁয়েছে এই নতুন করোনার ঢেউ? বৃহস্পতিবার কলকাতার তিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ করোনা আক্রান্ত। শুক্রবারও শহরের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক শিশু-সহ মোট ৮। এবার শহরে করোনা নিয়ে নয়া নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর। শুক্রবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরী জানান, ইতিমধ্যেই করোনা (Covid) নিয়ে সচেতন হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এই নিয়ে বৈঠকও করেছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। প্রতিটি সেন্টারে র্যাপিড টেস্ট ও বোরো পিছু দু’-একটি সেন্টারে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, দক্ষিণ ভারতে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। তবে কলকাতায় তেমন কোনও খবর নেই। কলকাতার হাসপাতালে এখনও পর্যন্ত যে আক্রান্তরা ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে কেউ নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না তার কোনও রিপোর্ট আমাদের কাছে আসেনি।
আরও পড়ুন- টেট-এর আগের দিন বাতিল ৬৫টি লোকাল ট্রেন, আশঙ্কায় পরীক্ষার্থীরা