নববর্ষে কলকাতাবাসীকে পুরসভার উপহার নগরবন্ধু

Must read

প্রতিবেদন : শহরের বয়স্ক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের কথা ভেবে নয়া প্রকল্প আনছে কলকাতা পুরসভা। নববর্ষের শুরুতেই নগরবাসীকে নতুন প্রকল্প উপহার দিচ্ছে পুরসভা। যেসব মানুষ বাড়ি থেকে বেরোতে পারেন না বা পুরসভায় এসে নিজেদের কাজ করতে পারেন না বা যাঁরা কম্পিউটার ব্যবহার করে অনলাইনেও পুরসভার কাজ করতে পারেন না, তাঁদের জন্য এবার পুরসভার তরফে আসছে ‘নগরবন্ধু প্রকল্প’ (Nagar Bandhu)। নতুন এই প্রকল্পের মাধ্যমে শহরের বয়স্ক বা অসুস্থ বা বিশেষভাবে সক্ষম মানুষ বাড়িতে বসেই পুরসভার পরিষেবা পাবেন। এই প্রকল্পে (Nagar Bandhu) আবেদনের জন্য দেওয়া হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট নম্বরও। সেই নম্বরে নিজের অক্ষমতার কারণ জানিয়ে আবেদন করলে পুরসভার প্রতিনিধিরা বাড়ি গিয়ে আবেদনকারীর সামনে বসেই সমস্ত কাজ করে দেবেন। শুক্রবার মহানাগরিক ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে জানান, অনেকেই আছেন যাঁরা বার্ধক্যের কারণে বাড়ি থেকে বেরোতে পারেন না, পুরসভায় এসে কোনও কাজ করতে পারেন না। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে ওই কাজ পড়েই থাকে। এখন হোয়াটসঅ্যাপ চ্যাটবট নম্বরে আবেদন জানালেই পুরসভা থেকে আমাদের প্রতিনিধিরা গিয়ে কাজ করে দেবেন। এই প্রকল্পটি মূলত বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষদের কথা ভেবেই চালু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে একেবারে বিনামূল্যে পুরসভার তরফে এই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। ১ জানুয়ারি থেকেই চালু হচ্ছে এই প্রকল্প। পুরসভার সমস্ত পরিষেবা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে।

আরও পড়ুন- টেট-এর আগের দিন বাতিল ৬৫টি লোকাল ট্রেন, আশঙ্কায় পরীক্ষার্থীরা

Latest article