ভেলোরেও স্বাস্থ্যসাথীর পরিষেবা

Must read

প্রতিবেদন : মাত্র একবছরের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যের সাড়ে সাত হাজারের বেশি মানুষ ভেলোরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। স্বাস্থ্যসাথী (Swasthya sathi) প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে জানালেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুধুমাত্র রাজ্যের হাসপাতাল নয়, ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজ হাসপাতালেও চলতি আর্থিক বছরে ওই সংখ্যক মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে তিনি জানান। শুক্রবার বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রপ্রিয়েশন বিলের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি বলেন, ‘‘অনেকে বলেন রাজ্যের মানুষ চিকিৎসা করাতে ভেলোরে যাচ্ছেন। কিন্তু তাঁরা জানেন না, সিএমসি ভেলোরের সঙ্গে মউ স্বাক্ষরিত হওয়ার পর স্বাস্থ্যসাথী (Swasthya sathi) কার্ডের মাধ্যমে ভেলোরেও রাজ্যের মানুষ চিকিৎসা করাতে পারছেন।”

আরও পড়ুন – মুখ্যমন্ত্রী ঘুরে যাওয়ার পরই আশ্বস্ত গ্রামবাসী, বগটুই ফিরছে স্বাভাবিক ছন্দে

২০১৬ সালে রাজ্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত রাজ্যের ২ কোটির বেশি পরিবার এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। সুবিধা পেয়েছেন ২৪ লক্ষ ৮৫ হাজার মানুষ। তাঁদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ করেছে। ২০২০-র ডিসেম্বরে সিএমসি ভেলোরের সঙ্গে রাজ্যের চুক্তি স্বাক্ষরিত হয়। তার পরে এ পর্যন্ত রাজ্যের ৭,৬২০ জন রোগী ভেলোরে চিকিৎসা করিয়েছেন যার জন্য ব্যয় হয়েছে ৮৭ কোটি ৩৫ লক্ষ টাকা। চলতি বছরে আরও বেশি সংখ্যক মানুষকে স্বাস্থ্যসাথী পরিষেবা দিতে বাজেটে আড়াই হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে বলেও তিনি জানান।

Latest article