অত্যন্ত স্পর্শকাতর: সুপ্রিম কোর্টে স্থগিত কামদুনি মামলার শুনানি

Must read

অত্যন্ত স্পর্শকাতর আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল কামদুনি মামলার শুনানি (Kamduni Case- Supreme Court)। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। এদিকে কামদুনিতে মিতার পরিবারের পক্ষ থেকেও অভিযুক্তদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার কামদুনি মামলায় (Kamduni Case- Supreme Court) সব পক্ষকেই নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে সেই দুটি মামলাকে যুক্ত করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে দোষীদের ফের গ্রেফতারির দাবিতে নারাজ সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহেতার এজলাসে ছিল এদিন কামদুনি মামলার শুনানি। সর্বোচ্চ আদালতের জারি করা নোটিসের জবাব পেলেই পরের শুনানি হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ১০০ শতাংশ VVPAT চেয়ে ইন্ডিয়া জোটের তরফে নির্বাচন কমিশনকে চিঠি

Latest article