অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী, তাপপ্রবাহের পরিস্থিতি কলকাতাতে

Must read

আরও বাড়বে অস্বস্তিকর ভ্যাপসা গরম (Summer)। আর বৃষ্টি? উত্তরের পাঁচ জেলায় সম্ভাবনা থাকলেও দক্ষিণে ঝড়-বৃষ্টি এখন কার্যত অলীক কল্পনা। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এমনটাই খবর হাওয়া অফিসের তরফে। এপ্রিলের শুরু থেকেই দক্ষিণের জেলাগুলিতে খেল দেখাচ্ছে আবহাওয়া (Summer)। ইতিমধ্যেই তাপমাত্রার পারদে ভেঙেছে গত কয়েকবছরের রেকর্ড। এবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আরও ভয়ঙ্কর পরিস্থিতির আভাস দিল হাওয়া অফিস। ঝড়-বৃষ্টি তো দূরস্ত, আগামী ৩ দিনে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণের বিভিন্ন জেলায়। বইবে লু। তাপপ্রবাহের ইঙ্গিত কলকাতাতেও। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে চলবে লাগামছাড়া তাপপ্রবাহের খেলা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে স্বস্তি মিলবে উত্তরে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও।

আরও পড়ুন- খ্রিস্টান স্কুলে ইউনিফর্মের পরিবর্তে ‘হনুমান দীক্ষা পোশাক’, প্রতিবাদ করাতে প্রিন্সিপাল সহ ২ জনের বিরুদ্ধে মামলা

Latest article