৪৭ ডিগ্রি! পুড়ছে দিল্লি

Must read

নয়াদিল্লি : রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকার মানুষকে আপাতত আরও কয়েকদিন প্রচণ্ড দাবদাহের (Heatwave continues in Delhi) মধ্যেই কাটাতে হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দিল্লি ও সংলগ্ন এলাকার মানুষের জন্য স্বস্তির কোনও খবর নেই। দিল্লি ও সংলগ্ন এলাকায় আগামী চার থেকে পাঁচদিন আকাশ পরিষ্কার থাকবে। শনিবার দিল্লিতে ‘লু’ চলার কারণে গরমের প্রকোপ আরও বেড়েছে। দিল্লির মঙ্গেশপুরে ছিল সবচেয়ে গরম। মঙ্গেশপুরে তারপাত্রা (Heatwave continues in Delhi) ছিল ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির বেস স্টেশন সফদরজং অবজারভেটরির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ও শুক্রবার এই তাপমাত্রা ছিল যথাক্রমে ৪২ ডিগ্রি ও ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: নারীর ক্ষমতায়ন, এপার-ওপারের মেলবন্ধন

Latest article