তেজ নিম্নচাপে ৬ জেলায় বৃষ্টি

অন্যদিকে আরবসাগরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘তেজ’। ফলে বাংলার মতো দুর্যোগ ঘনিয়ে আসতে পারে পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকাতেও।

Must read

প্রতিবেদন : বাংলা জুড়ে উৎসবের আমেজ। বাঙালির বড়পুজোর মহাসপ্তমীতে মনোরম আবহাওয়ায় দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা ছিল লক্ষ্য করার মতো। তবে মহাষ্টমীর পুণ্যলগ্নের আগে খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অষ্টমীর বিকেল থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে নবমী থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

অন্যদিকে আরবসাগরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘তেজ’। ফলে বাংলার মতো দুর্যোগ ঘনিয়ে আসতে পারে পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকাতেও। মৌসম ভবনের পূর্বাভাস, আরবসাগরে রবিবারের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে তেজ। সেটি ওমানের দক্ষিণ উপকূলের দিকে এবং তারপর ইয়েমেনের দিকে অগ্রসর হবে। কিন্তু ‘বিপর্যয়’-এর মতো যদি প্রতি ধাপে পথ পরিবর্তন করতে থাকে ‘তেজ’, তাহলে উৎকণ্ঠা বাড়বে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অষ্টমীর বিকেল থেকেই উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। নবমীতে সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দশমীতে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পুজোর শেষ লগ্নে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে অষ্টমীর দুপুর পর্যন্ত পরিষ্কার রৌদ্রকরোজ্জ্বল আকাশ থাকবে।

Latest article