দক্ষিণে বাড়ছে ভারী বৃষ্টি, কী অবস্থা উত্তরের?

Must read

প্রতিবেদন: রবিবার প্রতিবেশী রাজ্য বিহারের (Bihar) ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জেরেই আগামী ২ থেকে ৩ দিনে টানা বৃষ্টি (Rainfall) হতে পারে কলকাতা-সহ (Kolkata) দক্ষিণের জেলাগুলিতে। রবিবার এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতেও৷ হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন৷ ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ ৭ অগাস্ট সোমবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে৷ ১০ অগাস্ট বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণের জেলাগুলিতে আজ রবিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমান। উত্তরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আগামী তিনদিন মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। ইতিমধ্যেই অনেকটা উত্তরে সরে বহরমপুরের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। কলকাতায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে আগামী দু’তিন দিন বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৭৭ শতাংশ৷ ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবে আম জনতা।

আরও পড়ুন- বিমানবন্দরে বোমাতঙ্ক

Latest article