সংবাদদাতা, আলিপুরদুয়ার : একটানা বৃষ্টি। নদীতে ভাঙন। বিপর্যস্ত আলিপুরদুয়ারের. (Rainfall- Alipurduar) বিস্তীর্ণ এলাকা। তোর্সা নদীর গর্ভে তলিয়ে গেল ১১টি বাড়ি। ক্ষতিগ্রস্তরা সবাই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যুব নেতা ও কর্মীদের নিয়ে জলবন্দি মানুষদের উদ্ধারে হাত লাগান জেলা তৃণামূলের সাধারণ সম্পাদক সঞ্জীব ধর। কিন্তু একটিবারের জন্যও দেখা মেলেনি বিজেপি বিধায়কের। ভোট পাখি বিজেপি মানুষের দুর্দিনে সঙ্গী নয়, নিজেরাই প্রমাণ করে দিচ্ছে। আলিপুরদুয়ারে গত কয়েকদিন ধরে লাগাতার প্রবল বর্ষা ও ভুটান পাহাড়ে অনবরত বৃষ্টির (Rainfall- Alipurduar) ফলে জেলার সমস্ত নদী ফুলে ফেঁপে উঠেছে। শহরে মরশুমের রেকর্ড বৃষ্টিতে জল জমে বেশ কয়েকটি ওয়ার্ডে। শহর সংলগ্ন কালজানি নদীর জল লাল সতর্কতা ছুঁয়ে ফেলে। ফলে শহরের জমা জল নদীতে যেতে পারছিল না। জল ঢোকে বাসিন্দাদের ঘরে। সেই সময় জেলা প্রশাসন ও পুরসভা হাতে হাত মিলিয়ে যুদ্ধকালীন তৎপরতায় শক্তিশালী পাম্প লাগিয়ে শহরের জল বের করার চেষ্টা চালিয়ে গিয়েছে।
আরও পড়ুন: অগ্নিপথ নিয়ে দুর্ভোগ, রাত কাটছে স্টেশনে