নয়াদিল্লি : একমাসের বেশি সময় ধরে দিল্লিতে (Delhi) চলছিল তাপপ্রবাহ। অবশেষে রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি (Rainfall)। সোমবার ভোররাত থেকে প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয় দিল্লিতে। মৌসম (IMD) ভবনের পূর্বাভাস, আজ সারাদিন চলবে বৃষ্টি। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে দিল্লির (Delhi) তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোমবার সকাল ৫টা ৪০ মিনিটে তাপমাত্রা ছিল প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা বৃষ্টির (Rainfall) পর সকাল ৭ টায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। একই সময়ে, আবহাওয়া দফতরের জারি করা সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে যে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে আগামী কয়েক ঘন্টার মধ্যে ৫০-৮০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অনশন কর্মসূচিতে অসম তৃণমূল কংগ্রেস
মৌসম ভবন সতর্কতা জারি জানিয়েছে, শুধুমাত্র খুব প্রয়োজন হলেই ঘর থেকে বের হতে পারেন পর্যটকরা। ঘরের জানালা-দরজা বন্ধ রাখতে হবে। প্রয়োজন না হলে আপাতত যাত্রা স্থগিত রাখতে হবে। পাশাপাশি বৃষ্টি ও ঝড়ের কারণে ঝুপড়ি, টিনের চালা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে। ভারী বৃষ্টির কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দিল্লি বিমানবন্দরের ওয়েবসাইট অনুসারে, খারাপ আবহাওয়া এবং অন্যান্য কারণে ৪০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১৮টি ফ্লাইট এসেছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট বার্তায় বলেছেন, “খারাপ আবহাওয়ার কারণে, দিল্লি বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। যাত্রীদের আপডেট ফ্লাইট তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।” বৃষ্টি ও ঝড়ের জেরে দিল্লির বিভিন্ন এলাকায় জল জমেছে, যার জেরে দিল্লির বহু জায়গায় ট্র্যাফিক জ্যামের পরিস্থিতি দেখা যাচ্ছে। রাজধানীর কিছু অংশে গাছ উপড়ে পড়েছে। সপ্তাহের প্রথম দিন আইটিও , ডিএনডি ফ্লাইওভার এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সের কাছাকাছি সহ বিভিন্ন জায়গায় ট্র্যাফিক জ্যামের খবর পাওয়া গেছে।দিল্লির নিউ মতিবাগ এলাকায় একটি চলন্ত গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। ঘটনার সময় গাড়িতে তিনজন যাত্রী ছিলেন এবং তাদের সবাইকে নিরাপদে গাড়ি থেকে বের করে আনা হয়।