দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের

Must read

দেশজুড়ে কেন্দ্রের মোদি সরকারের লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি। এরই প্রতিবাদে দিকে দিকে মিছিল এবং অনশনে তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকেই অসম তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরার নেতৃত্বে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি শুরু করেছেন নেতা-কর্মীরা। অন্যদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাউথ ত্রিপুরা (Tripura Trinamool Congress) জেলার বিলোনীয়াতে স্টেট ইন-চার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অনশন কর্মসূচিতে অসম তৃণমূল কংগ্রেস

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের (Tripura Trinamool Congress) পক্ষ থেকে জানানো হয়েছে, “বিজেপি শাসনে ‘আচ্ছে দিন’ তো দূরস্থান, মূল্যবৃদ্ধির দাপটে আজ সংকটে গোটা ভারত। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাউথ ত্রিপুরা জেলার বিলোনীয়াতে স্টেট ইন-চার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।”

দিনের পর দিন দাম বাড়ছে রান্নার গ্যাসের। জীবনদায়ী ওষুধের দামও অগ্নিমূল্য করে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। দ্রব্য মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

Latest article