মোদি-শাহের নাম না করে তাদের হাতে ‘টোটাল অটোনমি’ নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

তিনি এদিন মোদি-শাহের নাম না করে টোটাল অটোনমি দুজনের হাতে আর বিজেপি (BJP)-র হাতে জানালেন। এদিন আর কী কী বললেন তিনি

Must read

জ্বালানি তেলের উপর থেকে শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকটি রাজ্য তারপর পেট্রল এবং ডিজেলের উপর ভ্যাট কমিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার ভ্যাট কমাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পেট্রল ও ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পেট্রলের উপর থেকে ২ টাকা ৮০ পয়সা ভ্যাট কমানো হচ্ছে। ডিজেলে ২ টাকা ৩ পয়সা ভ্যাট কমানো হচ্ছে। এর পরে রাজ্যে কমতে চলেছে পেট্রল এবং ডিজেলের দাম।

নবান্নে (Nabanna) ইতিমধ্যেই শুরু হয়েছে লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশন। মন্ত্রিসভার বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন মোদি-শাহের নাম না করে টোটাল অটোনমি দুজনের হাতে আর বিজেপি (BJP)-র হাতে জানালেন। এদিন আর কী কী বললেন তিনি?

আরও পড়ুন-দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের

• লোকায়ুক্ত থাকছেন অসীমকুমার রায়
• মানবাধিকরার কমিশনের চেয়ারম্যান পদে জ্যোর্তিময় রায়ের নাম প্রস্তাব করা হয়েছে
• ৬০০ পুলিশ কন্সটেবল নিয়োগ করা হবে
• পেট্রোলে ২.৮০ টাকা, ডিজেলে ২.০৩টাকা কমিয়েছে রাজ্য
• কেন্দ্র বাংলা পাওনা দেয় না
• তুঘলকি শাসন চালাচ্ছে মোদি সরকার
• সব বিষয়ে নাক গলাচ্ছে, এজেন্সি দিয়ে চাপ দিচ্ছে
• টোটাল অটোনমি দুজনের হাতে, আর বিজেপির হাতে
• দেশটাকে বিক্রি করে দিচ্ছে
• দেশ বাঁচাতে সিঙ্গল উইন্ডো ফর্মুলা প্রয়োজন

Latest article