বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

নরেন্দ্র মোদি-অমিত শাহের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, টোটাল অটোনমি দুজনের হাতে আর বিজেপি (BJP)-র হাতে।

Must read

নবান্নে (Nabanna) দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, তুঘলকি শাসন চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যের বিষয়ে নাক গলাচ্ছে। নরেন্দ্র মোদি-অমিত শাহের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, টোটাল অটোনমি দুজনের হাতে আর বিজেপি (BJP)-র হাতে।

আরও পড়ুন-মোদি-শাহের নাম না করে তাদের হাতে ‘টোটাল অটোনমি’ নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা কেন্দ্রকে নিশানা করে বলেন, ”কেন্দ্র দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এমন তুঘলকি আচরণ কেউ করে না। হিটলার, মুসোলিনিও লজ্জা পাবে।” কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে প্রকৃত অর্থে স্বশাসিত সংস্থা করা প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, তাদের শুধু বেতন দেবে কেন্দ্র।

Latest article